ব্যবসায়-উদ্যোগ – এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 191

 

ব্যবসায়-উদ্যোগ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 191

1901. একজন সফল উদ্যোক্তা হিসেবে জনাব আসাদের কোন গুণাবলি রয়েছে?

  1. সহাস ও বুদ্ধিমত্তা
  2. ধৈর্য্য ও কষ্টসহিষ্ণু
  3. ঝুঁকি গ্রহণের ক্ষমতা

1902. ব্যবসায় উদ্যোগের উদ্দেশ্য কোনটি?

  1. জনকল্যাণ
  2. মুনাফা অর্জন
  3. সেবা প্রদান
  4. উন্নয়ন

1903. জনাব রাসেল একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের জন্য উদ্যেগ গ্রহণ করেন। ব্যাংক থেকে কিছু ঋণ গ্রহণ করেন। ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন করায় এখন তিনি ব্যবসায়ী।কোনটি রাসেলের গুণাবলি?

  1. পরিমিত ঝুঁকি গ্রহণের মানসিকতা
  2. বয়স
  3. শিক্ষা
  4. পারিবারিক মর্যাদা

1904. কোনটি উদ্যোক্তার ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ?

  1. মূলধনের অভাব
  2. সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনা
  3. যোগ্য কর্মী নির্বাচন
  4. উপযুক্ত অবস্থান নির্বাচন

1905. ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রেতা সরাসরি কার নিকট হতে অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হয়?

  1. ক্রেতার
  2. ব্যাংকারের
  3. কার্ড হোল্ডারের
  4. সংশ্লিষ্ট ব্যাংকের

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline