ব্যবসায়ে-তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-ব্যবহার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 194
1931. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জানা যায় একটি ফার্মে –
- কী পরিমাণ মজুদ মাল আছে
- কী পরিমাণ মাল বিক্রয় হচ্ছে
- কী ধরনের মাল কী পরিমাণ আছে
A,B,C
1932. ব্যবসায় 1CT আওতায় হার্ডওয়্যার নয় কোনটি?
- কম্পিউটার
- প্রিন্টার
- স্ক্যানার
- ওয়ার্ড প্রসেসিং
1933. তথ্যের ক্ষুদ্রতম একক কী?
- উপাত্ত
- সংখ্যা
- বর্ণ
- কোনোটিই নয়
1934. নতুন ও পুরোনো বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য যে ই-কমার্স সাইটটি গড়ে ওঠেছে সেটি হলো –
- www.ekhaney.com
- www.rokomar1.com
- www.b1kroy.com
A,C
1935. খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান থেকে অনলাইনে পণ্য ক্রয়কে কী বলে?
- অনলাইন মার্কেটিং
- অনলাইন শপিং
- অনলাইন নিলাম
- অনলাইন অর্থায়ন
1936. ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে –
- ই-কম্পিউটার
- ই-কমার্স
- ই-বিজনেস
- ই-রিটেইলার
1937. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক ইন্টারনেট ব্যবহার করে?
- 0.003
- 0.004
- 0.005
- 0.006
1938. ই-বিজনেস নিম্নোক্ত কোন ধরনের হতে পারে?
- B2B
- C2B
- E2B
A,B,C
1939. Google’ কী?
- সামাজিক যোগাযোগ মাধ্যম
- ওয়েবসাইট
- ভার্চুয়াল সংগঠন
- সার্চ ইঞ্জিন
1940. ইন্টারনেটে ম্যাগাজিন, পত্রিকা ইত্যাদির প্রকাশ ও পড়ার সুযোগ প্রদান করাকে বলে –
- অনলাইন নিলাম
- অনলাইন প্রকাশনা
- অনলাইন ক্রেতাগোষ্ঠী
- অনলাইন মার্কেটিং
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ে-তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-ব্যবহার - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 194"