ব্যবসায়ে-তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-ব্যবহার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 193
1921. তথ্যের সৃষ্টি হয় কীভাবে?
- একটি উপাত্ত নিয়ে
- একাধিক উপাত্ত নিয়ে
- সাধারণ উপাত্ত নিয়ে
- বিশেষ উপাত্ত নিয়ে
1922. প্রতিটি ব্যবসায়ের নিজস্ব ধরন ও প্রকৃতি রয়েছে, যার ওপর নির্ভর করে উক্ত ব্যবসায়ের –
- বিনিয়োগ
- লাভের পরিমাণ
- ভবিষ্যৎ অবস্থা
A,B
1923. ব্যাংকে তথ্য প্রযুক্তির ব্যবহার নিম্নোক্ত কোন ক্ষেত্রে হয়?
- অনলাইন ব্যাংকিং
- হোম ব্যাংকিং
- লেনদেনের সংরক্ষণ
- সবগুলো
1924. তথ্য ও যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে –
- ই-মেইল
- অডিও ভিডিও কনফারেন্সিং
- বুলেট বোর্ড সিস্টেম
A,B,C
1925. তথ্য প্রযুক্তির উপাদান –
- কম্পিউটার
- টেলিফোন
- স্যাটেলাইট
A,B,C
1926. অনলাইন ব্যবসায় হলো –
- আমদানি রপ্তানি ব্যবসায়
- স্থলপথে ব্যবসায়
- ইন্টারনেট ভিত্তিক ব্যবসায়
- রেলপথে ব্যবসায়
1927. ঘরে বসেই মানুষের খুচরা পণ্য ক্রয় করতে চাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কারণ –
- মানুষের কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে
- প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হচ্ছে
- সময় সাশ্রয় হচ্ছে
A,B,C
1928. ইন্টারনেট ব্যবসায় চালু হয় কত সালে?
- 1992
- 1991
- 1993
- 1994
1929. ই-ব্যাংকিং – এ অটোমেটেড পদ্ধতির মাধ্যমে নিমিষেই –
- অর্থ স্থানান্তর করা যায়
- অর্থ উত্তোলন ও জমাদান করা যায়
- অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করা যায়
A,B,C
1930. বাংলাদেশে প্রচলিত ‘বিকাশ’ কোন ব্যাংকের অবদান?
- ডাচ বাংলা
- ব্র্যাক
- প্রাইম
- গ্রামীণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ে-তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-ব্যবহার - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 193"