ব্যবসায়ে-তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-ব্যবহার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 201
2001. মহিদুর রহমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেতা-বিক্রেতাদের নিকট পণ্য ও সেবা ক্রয়-বিক্রযের মাধ্যমে মুনাফা অর্জন করছেন। তিনি তার ব্যবসায়ের ঝুঁকির প্রতি বেশ সজাগ। তাই ঝুঁকি কমাতে ব্যবসায়িক প্রক্রিয়া অবলম্বন করতে চান।মহিদুর রহমান কোন ধরনের ব্যবসায় পরিচানা করছেন?
- ই-রিটেইলিং
- ই-কমার্স
- ই-মার্কেটিং
- ই-বিজনেস
2002. কোন বিশেষ ব্যবস্থার মাধ্যমে মহিবুর রহমান তার ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারেন?
2003. আকাশ পাহাড় কেটে আবাসন প্রকল্পের ব্যবসায় করছে। আকাশের এ কাজটি –
- পরিবেশ দূষিত করছে
- আবাসনের সুযোগ সৃষ্টি হচ্ছে
- জীব বৈচিত্র্য ধ্বংস করছে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ে-তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-ব্যবহার - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 201"