ব্যবসায়ের-মৌলিক-ধারণা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 183
1821. প্যাকিং কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
- পণ্যদ্রব্যের পচন রোধ করে
- সময়গত
- বিমা
- পরিবহন
1822. কোনটি যৌগিক শিল্পের অন্যতম উদাহরণ?
- পেট্রোল
- ইস্পাত প্রস্তুত
- লৌহ আকরিক
- রেডিও
1823. মি. নাহিদ গ্রামের মহিলাদের সহায়তায় বাঁশ, মাটি, শোলা ও পাটের সাহায্যে বিভিন্ন খেলনা ও গৃহস্থালি সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করে বেশ টাকা-পয়সার মালিক হয়েছেন।মি. নাহিদের কাজের মাধ্যমে কিসের যথাযথ ব্যবহারের পথ প্রশস্ত হয়েছে?
- শিল্পপণ্য
- সম্পদ
- কৃষিপণ্য
- কাঁচামাল
1824. মি. নাহিদ গ্রামের মহিলাদের জন্যে অবদান রেখেছেন-
- আর্থিক অবস্থার উন্নয়নে
- বেকার সমস্যা সমাধানে
- জীবনযাত্রার মানোন্নয়নে
A,B,C
1825. শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন পরিবেশের অন্তর্গত?
- রাজনৈতিক
- আইনগত
- সামাজিক
- প্রাকৃতিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ের-মৌলিক-ধারণা - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 183"