ব্যবসায়ের-মৌলিক-ধারণা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 182
1811. বাজার সম্প্রসারণের কারণ হলো –
- বৃহদায়তন উৎপাদন
- ভোগের সুযোগ সৃষ্টি
- বাজারজাতকরণ প্রসার
A,B
1812. বর্তমানে মানুষ স্বাধীন ব্যবসায় হিসেবে কোনটিকে প্রাধান্য দিচ্ছে?
- পরোক্ষ সেবার ব্যবসায়কে
- যৌথমূলধনী ব্যবসায়কে
- প্রত্যক্ষ সেবার ব্যবসায়কে
- সমবায় সমিতির ব্যবসায়কে
1813. ১২ বছরের বিনা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের নিকট বিক্রয় করে। এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
- প্রজনন শিল্প
- সেবা শিল্প
- নিষ্কাশন শিল্প
- গঠনমূলক শিল্প
1814. সামাজিক ব্যবসায়ের নীতিমালা প্রতিষ্ঠা করেছেন কে?
- ড. মুহাম্মদ ইউনূস
- অমর্ত্য সেন
- সুমিয়া কামাল
- ড. সালাহউদ্দিন আহমেদ
1815. পাওয়ার লুম কোন দেশে আবিস্কৃত হয়?
- ইতালি
- ব্রাজিল
- সুইডেন
- ইংল্যান্ড
1816. মি. মিরাজুল ইসলাম ডাক্তারি বিদ্যা অর্জন করে নিজ গ্রামে চিকিৎসা পেশায় নিয়োজিত হলেন। এটি কোন শ্রেণির ব্যবসায়?
- শিল্প
- বাণিজ্য
- সেবা
- প্রত্যক্ষ সেবা
1817. ব্যবসায় কোন ধরনের কর্মকান্ড?
- সামাজিক
- অর্থনৈতিক
- ভৌগোলিক
- রাজনৈতিক
1818. রতন বি.কম পাস করার পর সুবিধামতো চাকরি না পেয়ে পৈত্রিক সম্পদ হিসেবে প্রাপ্ত দুটি পুকুরে মাছ চাষ শুরু করল। সে মাছের পোনা সংগ্রহ করে তা পুকুরে ছাড়ে এবং মাছ বড় হলে তা ধরে স্থানীয় বাজারে বিক্রয় করে। এ কাজে এখন সে দারুন উৎসাহী।রতনের কাজটি ব্যবসায়ের কোন শাখার আওতাভুক্ত?
- শিল্প
- বাণিজ্য
- ট্রেড
- আত্মকর্মসংস্থান
1819. রতনের মাছ চাষে জড়িত হওয়ার মুখ্য কারণ কোনটি?
- পৈত্রিক সম্পদ হিসেবে প্রাপ্ত দু’টি পুকুর
- মাছ চাষে তার ব্যাপক আগ্রহ
- দ্রুত বড়লোক হওয়ার প্রত্যাশা
- আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ
1820. ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
- উৎপাদন
- ক্রয়
- বিক্রয়
- পরিবহন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ের-মৌলিক-ধারণা - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 182"