ব্যবসায়ের-আইনগত-দিক – এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 265

 

ব্যবসায়ের-আইনগত-দিক – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 265

2641. ট্রেডমার্ক হলো –

  1. নতুন প্রযুক্তির নাম
  2. মালিকের অধিকার
  3. স্বতন্ত্রসূচক চিহ্ন বা প্রতীক
  4. পণ্যের ওপর কোনো প্রতিষ্ঠানের অধিকার

2642. বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এ মোট কয়টি ধারা আছে?

  1. ২১টি
  2. ২২টি
  3. ২৩টি
  4. ২৪টি

2643. কপিরাইট আইন অনুসারে নিবন্ধন বহি সংরক্ষণ করা হয় –

  1. ৫ খন্ডে
  2. ৬ খন্ডে
  3. ৭ খন্ডে
  4. ৮ খন্ডে

2644. কোনটির মাধ্যমে পানি দূষণ রোধ করা যায়?

  1. পানির ফিল্টার তৈরি করে
  2. সচেতনতা বৃদ্ধি করে
  3. বর্জ্য পানি শোধনের ব্যবস্থা করে
  4. এ্যান্টিবায়োটিক ব্যবহার করে

2645. মৃত্তিকার দূষণ কমানো সম্ভব –

  1. চটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে
  2. পলিথিটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে
  3. কাগজের ব্যাগ ব্যবহারের মাধ্যমে

2646. বৈদেশিক ব্যবসায়ে ঝুঁকির কারণ হলো –

  1. মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা
  2. পণ্য প্রেরণে বিলম্ব
  3. পণ্য সংগ্রহে বিলম্ব

2647. কপিরাইট কাদের মধ্যকার চুক্তি?

  1. উদ্ভাবক ও লেখক
  2. উদ্ভাবক ও নিবন্ধক
  3. সরকার ও আবিষ্কারক
  4. সরকার ও লেখক

2648. ট্রেড মার্কস অ্যাক্ট প্রবর্তন করা হয় কত সালে?

  1. 1935
  2. 1940
  3. 1945
  4. 1950

2649. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয় –

  1. মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে
  2. ব্যবসায়ের মূল্যবান সম্পত্তি হিসেবে
  3. ব্যবসায় উদ্যোগের গবেষণার ফল হিসেবে

2650. উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান সহায়তা করে?

  1. বিসিক
  2. বিএসটিআই
  3. বিটেক
  4. বেসিক

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline