ব্যবসায়ের-আইনগত-দিক – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 265
2641. ট্রেডমার্ক হলো –
- নতুন প্রযুক্তির নাম
- মালিকের অধিকার
- স্বতন্ত্রসূচক চিহ্ন বা প্রতীক
- পণ্যের ওপর কোনো প্রতিষ্ঠানের অধিকার
2642. বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এ মোট কয়টি ধারা আছে?
- ২১টি
- ২২টি
- ২৩টি
- ২৪টি
2643. কপিরাইট আইন অনুসারে নিবন্ধন বহি সংরক্ষণ করা হয় –
- ৫ খন্ডে
- ৬ খন্ডে
- ৭ খন্ডে
- ৮ খন্ডে
2644. কোনটির মাধ্যমে পানি দূষণ রোধ করা যায়?
- পানির ফিল্টার তৈরি করে
- সচেতনতা বৃদ্ধি করে
- বর্জ্য পানি শোধনের ব্যবস্থা করে
- এ্যান্টিবায়োটিক ব্যবহার করে
2645. মৃত্তিকার দূষণ কমানো সম্ভব –
- চটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে
- পলিথিটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে
- কাগজের ব্যাগ ব্যবহারের মাধ্যমে
A,C
2646. বৈদেশিক ব্যবসায়ে ঝুঁকির কারণ হলো –
- মূল্য প্রাপ্তিতে অনিশ্চয়তা
- পণ্য প্রেরণে বিলম্ব
- পণ্য সংগ্রহে বিলম্ব
A,B,C
2647. কপিরাইট কাদের মধ্যকার চুক্তি?
- উদ্ভাবক ও লেখক
- উদ্ভাবক ও নিবন্ধক
- সরকার ও আবিষ্কারক
- সরকার ও লেখক
2648. ট্রেড মার্কস অ্যাক্ট প্রবর্তন করা হয় কত সালে?
- 1935
- 1940
- 1945
- 1950
2649. বুদ্ধিবৃত্তিক সম্পদকে বিবেচনা করা হয় –
- মালিকের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে
- ব্যবসায়ের মূল্যবান সম্পত্তি হিসেবে
- ব্যবসায় উদ্যোগের গবেষণার ফল হিসেবে
B,C
2650. উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান সহায়তা করে?
- বিসিক
- বিএসটিআই
- বিটেক
- বেসিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 265"