
বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 598
5971. বৃত্তের ব্যাস-
- কেন্দ্রগামী
- বৃহত্তম জ্যা
- ব্যাসার্ধের দ্বিগুণ
A,B,C
5972. একটি বৃত্তের পরিধি 78 সে. মি. হলে, এর ব্যাস কত? [π = 3.14]
- 14.8 সে. মি.
- 18 সে. মি.
- 24.8 সে. মি.
- 39 সে. মি.
5973. বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক-
- কেন্দ্রগামী
- ক্ষেত্রফলগামী
- বক্ররেখা
- ভগ্নাংশ
5974. নিখুঁতভাবে বৃত্ত আঁকার জন্য কী ব্যবহার করা হয়?
- স্কেল
- পেন্সিল কম্পাস
- ত্রিভুজ
- বর্গ
5975. বৃত্তের-
- পথ একটি আবদ্ধ গোলাকার বক্ররেকা
- প্রত্যেক জ্যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে
- সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি
A,B,C
5976. কোনো বৃত্তের ব্যাসার্ধ r একক হলে, ব্যাস কত হবে?
- 2r একক
- 4r একক
- r2 একক
- 2r2 একক
5977. 35 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত?[π = 22/7]
- ২৭ সে. মি.
- 105 সে. মি.
- 110 সে. মি.
- 220 সে. মি.
5978. বৃত্তের ব্যাস ব্যাসার্ধের-
- অর্ধেক
- সমান
- দ্বিগুণ
- চারগুণ
5979. বৃত্তের ব্যাস 10 সে. মি. ও পরিধি 31.416 সে. মি. হলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
- 0.0423611111111111
- 0.0840277777777778
- 0.125694444444444
- 3.1416 : 1
5980. বৃত্তের ব্যাস 10 সে. মি. হলে-
- ব্যাসার্ধ 5 সে. মি.।
- বৃত্তের পরিধি 2 x π x 52 সে. মি.।
- ক্ষেত্রফল π x 52 বর্গ সে. মি.।
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।