বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 596
5951. কোনো বৃত্তের ব্যাসার্ধ 15 মিটার হলে, এর ব্যাস কত মিটার?
- 5 মিটার
- 7.5 মিটার
- 2.5 মিটার
- 30 মিটার
5952. কোনো বৃত্তের পরিধি 22 সে. মি. এবং ব্যাস 7 সে. মি. হলে, এর পরিধি ও ব্যাসের অনুপাত কত?
- 42938
- 22/7
- 14/22
- 44/7
5953. বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ-
- বৃত্তটির একটি জ্যা
- বৃত্তটির একটি ব্যাসার্ধ
- বৃত্তকে দুইটি বৃত্তচাপে বিভক্ত করে
A,C
5954. বৃত্তের কেন্দ্র হতে বৃহত্তম জ্যা এর লম্ব দূরত্ব কত?
- 0
- 1
- 2
- 3
5955. বৃত্ত আঁকার সময় যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুগুলোকে আঁকা হয়, সেই নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কী বলে?
- ব্যাস
- ব্যাসার্ধ
- কেন্দ্র
- ক্ষেত্রফল
5956. কোন গণিতবিদ π-এর আসন্ন মান 62832/20000 বা প্রায় 3.1416 নির্ণয় করেছেন?
- নিউটন
- গ্যালিলিও
- ভারতীয় গণিতবিদ আর্যভট্ট
- রাদারফোর্ড
5957. ব্যাস ভিন্ন জ্যা কোনটি?
- PQ
- AB
- OM
- OB
5958. প্রকৃতপক্ষে π একটি-
- মূলদ সংখ্যা
- অমূলদ সংখ্যা
- পূর্ণ সংখ্যা
- ঋণাত্মক সংখ্যা
5959. গণিতবিদ শ্রীনিবাস রামানুজন π-এর যে আসন্ন মান বের করেছেন তা দশমিকের পর কত ঘর পর্যন্ত সঠিক?
- এক ঘর পর্যন্ত
- দশ ঘর পর্যন্ত
- একশ ঘর পর্যন্ত
- মিলিয়ন ঘর পর্যন্ত
5960. এক টাকার একটি বাংলাদেশি মুদ্রা সাদা কাগজের উপর রেখে সরু পেন্সিল দিয়ে মুদ্রাটির গাঁ ঘেষে চারদিকে ঘুরালে যে গোলাকার আবদ্ধ বক্ররেখা হবে তা কী?
- বর্গ
- ত্রিভুজ
- বৃত্ত
- রম্বস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বৃত্ত - জেএসসি-গণিত-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 596"