
বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 595
5941. বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 4 সে. মি. হলে বৃত্তের ব্যাস কত সে.মি.?
- 4
- 3
- 2
- 1
5942. O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তের পরিধি 44 সে. মি.। বৃত্তটির ক্ষেত্রফল কত সে. মি.?(π=22/7ধরে)
- 27
- 54
- 81
- 154
5943. বৃত্তের ব্যাস d হলে, বৃত্তের পরিধি-
- πd
- 2πd
- 2π2d
- 4π4d
5944. বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা-
- বৃত্তের একটি ব্যাস
- বৃত্তের বৃহত্তম জ্যা
- বৃত্তের ব্যাসার্ধ
A,B
5945. বৃত্তের প্রত্যেক জ্যা-
- বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ
- দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বৃত্তচাপ বলে
- বৃত্তকে চারটি চাপে বিভক্ত করে
A,B
5946. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের-
- কেন্দ্র
- বৃহত্তম চাপ
- ব্যাস
- ব্যাসার্ধ
5947. বৃত্তস্থিত যেকোনো বিন্দু A থেকে বৃত্ত বরাবর ঘুরে পুনরায় A বিন্দু পর্যন্ত পথের দূরত্বই হচ্ছে বৃত্তটির-
- আয়তন
- পরিধি
- অর্ধ-পরিধি
- ক্ষেত্রফল
5948. প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে?
- 1
- 2
- 3
- 4
5949. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ও CD দুইটি জ্যা। OE এবং OF কেন্দ্র হতে জ্যায়ের লম্ব দূরত্ব। OE < OF হলে কোনটি সঠিক?
- AB = CD
- AB > CD
- AB < CD
- AB = 1/2 CD
5950. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = কি?
- দৈর্ঘ্য
- দৈর্ঘ্য + প্রস্থ
- দৈর্ঘ্য x প্রস্থ
- দৈর্ঘ্য / প্রস্থ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।