
বৃত্ত – জেএসসি গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন
5931. কম্পাসের কাঁটাটি কাগজের উপর চেপে ধরে অন্য প্রান্তে সংযুক্ত পেন্সিলটি কাগজের উপর চারদিকে ঘুরিয়ে আনলে কী আঁকা হবে?
- আয়তক্ষেত্র
- বর্গ
- ত্রিভুজ
- বৃত্ত
5932. বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যেকোনো বিন্দুর দূরত্বকে কী বলে ?
- ব্যাসার্ধ
- ব্যাস
- ক্ষেত্রফল
- পরিধি
5933. বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি-
- ব্যাসার্ধ
- কেন্দ্র
- ক্ষেত্রফল
- জ্যা
5934. গাড়িটির চাকার ক্ষেত্রফল কত?
- 15 সে. মি.
- 225 সে. মি.
- 900 সে. মি.
- 2826 সে. মি.
5935. গাড়িটি 1884 সে. মি. পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
- 1 বার
- 2 বার
- 10 বার
- 100 বার
5936. বৃত্তের সকল সমান জ্যা কোনটি থেকে সমদূরবর্তী?
- ব্যাস
- ব্যাসার্ধ
- কেন্দ্র
- আয়ত
5937. বৃত্ত আঁকার সময় নির্দিষ্ট কয়টি বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুগুলোকে আঁকা হয়?
- একটি
- দুইটি
- চারটি
- পাঁচটি
5938. বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘকে কী বলে?
- ক্ষেত্রফল
- আয়তন
- পরিধি
- অর্ধ-পরিধি
5939. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি দ্বারা নির্দেশ করা হয়?
- Δ
- π
- O
- X
5940. ব্যাস ও ব্যাসার্ধ সম্পর্কিত তথ্যগুলো লক্ষ কর:
- ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা
- ব্যাসার্ধ বৃত্তের বৃহত্তম জ্যা
- ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।