জেএসসি-গণিত-মডেল টেস্ট – 593

অণুজীব

 

বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 593

জেএসসি-গণিত-মডেল টেস্ট | 5921. আর্যভট্ট কোন দেশের গণিতবিদ?

  1. জাপান
  2. ইংল্যান্ড
  3. চীন
  4. ভারত

5922. একটি চাকার ব্যাসার্ধ 26 সে. মি. হলে, এর পরিধি কত? [π = 3.14]

  1. 52 সে. মি.
  2. 163.28 সে. মি.
  3. 40.82 সে. মি.
  4. 81.64 সে. মি.

5923. একটি চাকার ব্যাসার্ধ 34 সে. মি. হলে, চাকাটি একবার ঘুরলে কত সে.মি. দূরত্ব অতিক্রম করবে?[π =3.14]

  1. 17 সে. মি.
  2. 53.38 সে. মি.
  3. 106.76 সে. মি.
  4. 213.52 সে. মি.

5924. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-।

  1. 0
  2. 1
  3. 10
  4. ধ্রুবক

5925. বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে?

  1. জ্যা
  2. পরিধি
  3. ব্যাস
  4. ব্যাসার্ধ

5926. বৃত্তাকার বস্তুকে আমরা কতভাবে ব্যবহার করি?

  1. একভাবে
  2. দুইভাবে
  3. তিনভাবে
  4. নানাভাবে

5927. 9.8 মি. ব্যাসের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ মি.? (π=3.14)

  1. 75.3914
  2. 150.4954
  3. 149.4954
  4. 148.4954

5928. বৃত্তের-

  1. কেন্দ্রগামী যেকোনো জ্যা
  2. বৃত্তের একটি ব্যাসার্ধব্যাস এর অর্ধেক হলো ব্যাসার্ধ
  3. ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।

5929. বৃত্ত আঁকার সময় নির্দিষ্ট কয়টি বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুগুলোকে আঁকা হয়?

  1. একটি
  2. দুইটি
  3. চারটি
  4. পাঁচটি

5930. P কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB জ্যায়ের উপর PQ লম্ব হলে নিচের কোনটি সঠিক?

  1. AQ = 1/2 AB
  2. PQ = AB
  3. AQ = PQ
  4. BQ = PQ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

 

আমাদের অন্যান্য সেবা:

ডোমেইন হোস্টিং

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline