
বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 591
5901. ব্যাস হলো বৃত্তের-
- বৃহত্তম চাপ
- কেন্দ্র
- ক্ষুদ্রতম জ্যা
- বৃহত্তম জ্যা
5902. যখন বৃত্তের ব্যাস d, তখন বৃত্তের পরিধি কত?
- πd
- 2πd
- 3πd
- 4πd
5903. বৃত্তের দুইটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে, তাদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের-
- সমান
- অসমান
- দ্বিগুণ
- চারগুণ
5904. ব্যাসের দৈর্ঘ্যকে কী বলা হয়?
- ব্যাসার্ধ
- কেন্দ্র
- ব্যাস
- চাপ
5905. বৃত্তের কেন্দ্র থেকে-
- ব্যাস ভিন্ন যেকোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব জ্যা-কে সমদ্বিখন্ডিত করে
- সমদূরবর্তী যেকোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাস
- সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান
A,C
5906. প্রত্যেক জ্যা-
- বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে
- দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বৃত্তচাপ বলে।
- বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ।
A,B,C
5907. বৃত্তের ব্যাস D এবং ব্যাসার্ধ r হলে, D এর মান কত হবে?
- r2
- 2r
- 2r2
- 4r
5908. বৃত্তের ব্যাসার্ধ r হলে, বৃত্তের পরিধি-
- πd
- π2r
- 2πr
- 4πr
5909. নিচের কোনটি বৃত্তের পরিধি?
- AOBQR
- APRQBM
- AOMBQ
- AOBQP
5910. রুলারের সাহায্যে বৃত্তের পরিধির দৈর্ঘ্য পরিমাপ করা যায় না কারণ-
- বৃত্ত সরলরেখা
- বৃত্ত সরলরেখা নয়
- বৃত্ত আয়তাকার
- বৃত্ত বর্গাকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।