বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 602
6011. ছোট বৃত্তের-
- ব্যাস ছোট
- ব্যাসার্ধ বড়
- পরিধি ছোট
A,C
6012. বৃত্ত দ্বারা আবদ্ধ সমতলীয় ক্ষেত্র কি?
- বর্গক্ষেত্র
- বৃত্তক্ষেত্র
- আয়তক্ষেত্র
- ত্রিভুজক্ষেত্র
6013. ঘড়ির সেকেন্ডের কাঁটার অগ্রভাগ-
- গোলাকার পথে ঘুরতে থাকে
- ত্রিভুজাকার পথে ঘুরতে থাকে
- যে পথ চিহ্নিত করে তাকে বৃত্ত বলে
A,C
6014. কোনো বৃত্তের পরিধি 31.416 সে. মি. এবং ব্যাস 10 সে. মি. হলে, এর পরিধি ও ব্যাসের অনুপাত কত?
- 1
- 3.1416
- 314.16
- 314160
6015. বৃত্ত সম্পর্কিত তথ্যগুলো লক্ষ কর:
- বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ হচ্ছে বৃত্তের পরিধি
- বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা বৃত্তের একটি ব্যাস
- ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক
A,B,C
6016. 5 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের পরিধি কত সে. মি.?(π=3.14)
- 29.4
- 30.4
- 31.4
- 32.4
6017. বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে কয়টি অর্ধবৃত্তে বিভক্ত করে?
- একটি
- দুইটি
- চারটি
- অসংখ্য
6018. কেনো পরিসংখ্যান 3600 এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা নিচের কোনটি?
- লেখচিত্র
- পাইচিত্র
- আয়তলেখ
- কোনোটিই নয়
6019. কোন শ্রেণিতে ট্যালি চিহ্ন দ্বারা ঐ শ্রেণির কোনটিকে বোঝায়?
- ট্যালি চিহ্ন
- রোমান চিহ্ন
- বর্গের চিহ্ন
- ঘনের চিহ্ন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বৃত্ত - জেএসসি-গণিত-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 602"