
বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 601
6001. বৃত্তের-
- সকল সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী।
- কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত।
A,B,C
6002. গাড়ির চাকা, চুড়ি, বোতাম, থালা ইত্যাদি দেখতে কেমন?
- আয়তাকার
- রম্বসাকার
- বৃত্তাকার
- ষড়ভুজাকার
6003. ঘড়ির সেকেন্ডের কাঁটার অগ্রভাগ যে পথ চিহ্নিত করে তা কী?
- ত্রিভুজ
- রম্বস
- বর্গ
- বৃত্ত
6004. 0.5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত একক?
- 1
- 2
- 3
- 3.1416
6005. বৃত্তাকার বস্তুগুলোর মধ্যে রয়েছে-
- গাড়ির চাকা
- থালা
- চুড়ি
A,B,C
6006. কোনো বৃত্তের ব্যাস d হলে, এর ব্যাসার্ধ কত হবে?
- d2
- 2d
- d/2
- d/4
6007. ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে কী বলে?
- ক্ষেত্রফল
- পরিধি
- ব্যাসার্ধ
- অর্ধ-পরিধি
6008. কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যেকোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে-
- সমত্রিখন্ডিত করে
- সমদ্বিখন্ডিত করে
- দ্বিগুণ করে
- চারগুণ করে
6009. বৃত্তের ব্যাসই-
- ক্ষুদ্রতম জ্যা
- বৃহত্তম জ্যা
- ছোট জ্যা
- ক্ষুদ্রতম কেন্দ্র
6010. বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যেকোনো বিন্দুর দূরত্ব হচ্ছে-
- ব্যাস
- ব্যাসার্ধ
- ব্যাসের অর্ধেক
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।