
বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 600
5991. সে চিত্রটি নিখুঁতভাবে আঁকার জন্য কি ব্যবহার করতে পারে?
- স্কেল
- ত্রিভুজ
- বর্গ
- পেন্সিল কম্পাস
5992. তার আঁকা চিত্রটির যেকোনো দুইটির বিন্দুর সংযোজক রেখাংশ কী?
- জ্যা
- ব্যাসার্ধ
- কোণ
- পরিধি
5993. বৃত্তের প্রত্যেক ব্যাস-
- বৃত্তকে দুইটি বৃত্তে বিভক্ত করে
- বৃত্তকে দুইটি অর্ধবৃত্তে বিভক্ত করে
- ব্যাসার্ধের দ্বিগুণ
B,C
5994. বৃত্তের সকল সমান জ্যা কোনটি থেকে সমদূরবর্তী?
- ব্যাস
- ব্যাসার্ধ
- কেন্দ্র
- আয়ত
5995. একটি চাকার ব্যাস 34 সে. মি. হলে,
- চাকাটির ব্যাসার্ধ 17 সে. মি.
- চাকাটি একবার ঘুরে 106.76 সে. মি. দূরত্ব অতিক্রম করে
- চাকাটির ক্ষেত্রফল 53.38 সে. মি.
A,B
5996. বৃত্তে ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করলে এরা-
- ব্যাসার্ধ হয়
- ব্যাস হয়
- সমান্তরাল হয়
- অসমান্তরাল হয়
5997. বৃত্তের পরিধি 6π হলে, বৃত্তের ব্যাস কত?
- 3
- 5
- 6
- 8
5998. বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর-
- অসমান
- ভিন্ন
- বিভিন্ন
- সমান
5999. বৃত্তের ব্যাসার্ধ r, ব্যাস d ও পরিধি c হলে,-
- c/d = π
- c = πd
- c = 2πr
A,B,C
6000. একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 81π বর্গ সে. মি.। মাঠটির পরিধি কত সে. মি.?
- 9π
- 15π
- 18π
- 21π
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।