বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 599
5981. 6 সে. মি. ব্যাসবিশিষ্ট বৃত্তের পরিধি কত?
- 3 সে. মি.
- 12 সে. মি.
- 9.42 সে. মি.
- 18.84 সে. মি.
5982. বড় বৃত্তের-
- ব্যাস বড়
- পরিধি ছোট
- পরিধি বড়
A,C
5983. 20 সে. মি. ব্যাসের বৃত্তের পরিধি কত?[π = 3.14]
- 23.14 সে. মি.
- 60 সে. মি.
- 6.36 সে. মি.
- 62.8 সে. মি.
5984. কম্পাসের কাঁটাটি কাগজের উপর চেপে ধরে অন্য প্রান্তে সংযুক্ত পেন্সিলটি কাগজের উপর চারদিকে ঘুরিয়ে আনলে কী আঁকা হবে?
- আয়তক্ষেত্র
- বর্গ
- ত্রিভুজ
- বৃত্ত
5985. বৃত্তে ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত দিকে দুইটি-
- সমান জ্যা আঁকলে তারা সমান্তরাল হয়
- সমান্তরাল জ্যা আঁকলে তারা অসমান হয়
- সমান্তরাল জ্যা আঁকলে তারা সমান হয়
A,C
5986. কোনো বৃত্তের ব্যাস 14 সে. মি. হলে এর পরিধি কত?[π = 22/7]
- 4 সে. মি.
- 22 সে. মি.
- 44 সে. মি.
- 56 সে. মি.
5987. ব্যাস হচ্ছে ব্যাসার্ধের-
- দ্বিগুণ
- অর্ধেক
- চারগুণ
- সমান
5988. ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের-
- অর্ধেক
- এক-চতুর্থাংশ
- দ্বিগুণ
- চারগুণ
5989. ঘড়ির সেকেন্ডের কাঁটার অগ্রভাগ কেমন পথে ঘুরতে থাকে?
- বর্গাকার
- গোলাকার
- ত্রিভুজাকার
- আয়তাকার
5990. মুনতাছির এক টাকার একটি বাংলাদেশি মুদ্রা নিয়ে সাদা কাগজের উপর রেখে সরু পেন্সিল নিয়ে মুদ্রাটির গাঁ ঘেঁষে চারদিকে ঘুরিয়ে আনে। মুদ্রাটি সরিয়ে নেওয়ার পর সে কাগজে একটি গোলাকার আবদ্ধ বক্ররেখা দেখতে পায়।
- বর্গ
- আয়ত
- বৃত্ত
- রম্বস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বৃত্ত - জেএসসি-গণিত-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 599"