বৃত্ত – জেএসসি-গণিত-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 590
5897. 6 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত?[π = 3.14]
- 37.68 সে. মি.
- 73.68 সে. মি.
- 36 সে. মি.
- 18.84 সে. মি.
5898. কোনো বৃত্তের ব্যাস 20 সে. মি. হলে, এর ব্যাসার্ধ কত সে. মি.?
- 2 সে. মি.
- 4 সে. মি.
- 10 সে. মি.
- 40 সে. মি.
5899. বৃত্তের-
- সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
- কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান
- কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর অসমান
A,B
5900. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
- ধ্রুবক
- 10
- π দ্বারা প্রকাশ করা হয়
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বৃত্ত - জেএসসি-গণিত-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 590"