📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস লিখিত প্রস্তুতি ::: ইংরেজি টপিক ::: ট্রান্সলেশন

ট্রান্সলেশন :

মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক ঐতিহাসিক ও অতীব তাত্পর্যপূর্ণ ঘটনা।
= The great language movement is a historical and significant event in our national history.
.
এ আন্দোলন ছিল আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং পাশাপাশি এটি ছিল আমাদের জাতিসত্তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন।
= This movement was aimed at establishing the rights of our mother tongue and side by side it was to save our ethnic entity and own culture too.
.
এ আন্দোলন অবিনাশী প্রেরণা হয়ে পরবর্তীকালে স্বাধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে শক্তি যুগিয়েছে।
= Being a source of eternal inspiration the language movement later helped us to achieve the right to self determination.
.
১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা।
= We have achieved our long cherished independence in 1971 through an armed struggle.
.
নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে ঋদ্ব হয়ে অন্যের ভাষা ও সংস্কৃতিকে শ্রদ্বা জানানোর মধ্যে নিহিত আছে ভাষা আন্দোলনের মূল চেতনা।
= The spirit of the language movement is rested in honoring others’ languages and cultures being imbued with own language and tradition.
.
আমরা গর্ববোধ করি এই ভেবে যে একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে এ দেশের অধিবাসীদের সম্পদ নয়, এখন এটি “আন্তর্জার্তিক মাতৃভাষা দিবস” হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উত্স।
= We feel proud that Ekushey February is no longer a glory for the people of this land alone, now being “International Mother Language Day” it is also a source of inspiration for the people of all languages.
.
.

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে সরকার বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১ শীর্ষক পরিকল্পনা দলিল প্রনয়ণ করেছে।
= The Government has formulated “Bangladesh Perspective Planning 2010-2021” keeping in view the Golden Jubilee of Independence.
.
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যই রুপকল্প ২০২১ গ্রহণ করা হয়েছে।
= The vision-2021 has been taken to attain a definite set of objectives that relate to economic and social development of Bangladesh.
.
এ পরিকল্পনায় দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের কৌশলগত লক্ষমাত্রাসমূহ উল্লেখ করে আপামর জনসাধারনের আশা আকাঙ্খাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতির দীর্ঘমেয়াদী উন্নয়নের দর্শন ও স্বপ্নের প্রতিফলন করা হয়েছে।
= The document reflects the hopes and aspirations of common people which has been given the top priority and incorporates the development philosophy of the government, its long-term vision and strategic goals of desired development.
.
এই দীর্ঘমেয়াদী রূপকল্পের মৌলিক উদ্দেশ্য হচ্ছে উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করা যেখানে দারিদ্র্য সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করবে এবং অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক বৈষম্য কমে যাবে।
= The fundamental objective of this long term plan is to alleviate poverty by achieving higher growth and to turn Bangladesh into a medium income country where poverty will be brought to the minimum and regional disparity in the sphere of economic development will be reduced significantly.
.
এর জন্য প্রয়োজন নতুন উদোক্তা সৃষ্টি, উদোক্তা উন্নয়ন এবং শ্রমনিবিড় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন।
= To do that, new entrepreneur creation, entrepreneurship development and expansion of labor intensive small medium scale enterprises are required.
.
আরও প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টি ও মহিলা উদ্যোক্তা উন্নয়ন।
= Employment generation and promotion of women entrepreneur are required also.
.
তবেই সম্ভব হবে একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা।
= If so, then it will be possible to build a happy and prosperous “sonar bangla”.
.
.

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি সইয়ের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার খবরটি আশাব্যঞ্জক পরিবেশ সৃষ্টি করেছে বলে আমরা মনে করি।
≡ The progress news of the criminal extradition treaty signing process between Bangladesh and the USA has created an optimistic atmosphere that we believe.
.
এই প্রক্রিয়ার কার্যক্রমের সঙ্গে সে দেশের খোদ বিচার বিভাগের সংশ্লিষ্টতা থাকায় নির্ভরশীলতা, স্পষ্টতা ও স্বচ্ছতার জায়গাটি দৃঢ় হয়েছে নিঃসন্দেহে।
≡ As the judiciary of this country itself concerned with the activities of this process, so the state of dependence, clarity and transparency have been strengthened definitely.
.
এ প্রত্যর্পণ চুক্তি সই ও বাস্তবায়িত হলে দৃশ্যত শুধু অপরাধী বিনিময়ই নয়; কার্যত কূটনৈতিক সাফল্য, দ্বিপক্ষীয় স্বার্থ এবং দুদেশের মধ্যে নয়া সম্পর্কের ইতিবাচক দ্বার খুলে যাবে ।
≡ If the extradition treaty is signed and implemented, just not for the exchange of criminals visibly, in fact it will open the positive door of new relation between the two countries, bilateral interest as well as diplomatic success apparently.
.
বর্তমান বৈশ্বিক বাস্তবতা খুব একটা সুখকর নয়- এ কথা বলার অপেক্ষা রাখে না।
≡ It is unnecessary to say that the current global situation is not so pleasant.
.
বিশ্বের বিভিন্ন এলাকায় ধর্মের নামে, আঞ্চলিক স্বায়ত্তশাসনের নামে, গণতান্ত্রিক ছদ্মাবরণে মাথাচাড়া দিয়ে উঠছে দানবীয় শক্তি।
≡ In the name of religion and regional autonomy, devilish power is revived under the democratic posture.
.
যা এরই মধ্যে জঙ্গীবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ নামে অভিহিত হচ্ছে।
≡ Meanwhile, it is being referred to extremism/militant (জংগীবাদ), fundamentalism and terrorism.
.
এরা বিপন্ন করে তুলছে মানবিক পরিবেশ, বিনষ্ট করছে শান্তি।
≡ They are troubling humanity, destroying peace.
.
এসব অপশক্তি প্রতিরোধে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
= United efforts are required to prevent such offensive power.
.
বড় প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা।
≡ Regional cooperation is extremely required.
.
এসব অপশক্তি যেহেতু মানবতাবিরোধী অপরাধে লিপ্ত সেহেতু তাদের আইনের আওতায় আনতে দেশে দেশে বন্দী, অপরাধী বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি অপরিহার্য।
≡ As such offensive powers involved with crime against humanity, so it is indispensable to sign prisoner, criminal exchange or extradition treaty among the countries to bring them under law.
.
পৃথিবীর সব দেশের সঙ্গে এ চুক্তি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।
≡ Till now, this treaty has not been confirmed with all the countries of the globe.
.
বাস্তবতা মেনে এ ক্ষেত্রে এগিয়ে আসা বা একযোগে কাজ করা জরুরী।
≡ It is urgent to come forward or work jointly considering the reality.
.
.

১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাতে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়, জন্ম নেয় ভারত ও পাকিস্তান নাম দুটি স্বাধীন রাষ্ট্র।
= At the midnight of 14 August 1947, the colonial rules/British rule ended in the Indian subcontinent and gave birth to two independent nations called India and Pakistan.
.
বাংলার পূর্বাঞ্চল ‘পূর্ব পাকিস্তান’ নামে পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং পাকিস্তানের মূল অংশ ‘পশ্চিম পাকিস্তান’ নামে নামকরণ করা হয়।
= The eastern part of Bengal was included in Pakistan as a province and named ‘East Pakistan’, the key part of Pakistan was called ‘West Pakistan’.
.
শুরু থেকেই প্রশাসনিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হওয়ায় পূর্ব বাংলার সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে পাকিস্তানের শাসক গোষ্ঠি নিজেদের করায়ত্ত করতে শুরু করে।
= The administrative power had been exercising by the elites of West Pakistan since the very beginning, and they engaged their political muscle in controlling the culture, economy, politics, and the social system of East Pakistan.
.
এতে পূর্ব পাকিস্তানের জনগণ অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংগঠিত হয় এবং আন্দোলন সংগ্রাম গড়ে তোলে।
= So the people of East Pakistan organised to protest against the injustice and discrimination, and started agitation and mass movement.
.
মাতৃভাষা বাংলার সম্মানে রক্ষার্থে ভাষা আন্দোলনই ছিল এর প্রথম পদক্ষেপ।
= The language movement was the first move to defend the honour of our mother tongue, Bangla.
.
ভাষা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে এ আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের সত্যতা প্রমাণিত হয়।
= If the history of the Language Movement is analyzed, the truth about Bangabandhu’s contributions becomes crystal clear.
.
ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিশেষ অবদান রয়েছে।
= Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman had a special contribution to the Language Movement.
.
আজন্ম মাতৃভাষাপ্রেমী এই মহান নেতা ১৯৪৭ সালে ভাষা আন্দোলনের সূচনা পর্ব এবং পরবর্তী সময় আইন সভার সদস্য হিসেবে এবং রাষ্ট্রপতি হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করেন।
= A lifelong supporter of the mother language, he dedicated his services to acquiring the due recognition of Bangla language in the initial phase of the Language Movement in 1947 and later on as a lawmaker and as the President.
.
তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশে কাজ করে গেছেন এবং বাংলা ভাষা ও বাংলাভাষীদের দাবির কথা বলে গেছেন।
= Till his death, he spoke for, and worked towards, the development and advancement of Bangla language, and the right of the Bangla speaking people.
.
অদ্যাবধি ভাষা- আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে প্রকাশিত প্রবন্ধ, নিবন্ধ ও বইপত্রে অনেক তথ্যকে বাদ দেয়া হয়েছে।
= To date, literature in the form of articles, novels and books have failed to adequately depict Bangabandhu’s contributions to the Language Movement.
.
আবার কোনো কোনো ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে দেখা হয়েছে।
= In some instance, his role has been downplayed.
.
এসব দিক বিবেচনা করে আলোচ্য লেখায় সংক্ষিপ্ত আকারে ভাষা-আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবের যথাযথ ভূমিকা উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
Keeping those in mind, this article attempts to portray the real extent of Bangabandhu Sheikh Mujibur Rahman’s role in the Language Movement.
.
শেষ কথা, নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে ঋদ্ব হয়ে অন্যের ভাষা ও সংস্কৃতিকে যথার্থ শ্রদ্বা জানানোর মধ্যেই ভাষা আন্দোলনের মূল চেতনা নিহিত।
= To end, the spirit of the language movement is rested in proper honoring others’ languages and cultures being imbued with own language and tradition.
.
.

চার দশক পর নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদায় বাংলাদেশ।
= After four decades, Bangladesh has the status of lower middle-income country.
.
রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগে স্থবিরতাসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সত্বেও বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার মর্যাদা পেয়েছে।
= Despite political instability, stand off situation in investment and several unfavorable conditions, Bangladesh has the honor of being the lower middle-income country.
.
স্বাধীনতার ৪০ বছর পর নিম্ন মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছানো অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন।
= Bangladesh’s graduation, forty four years after its independence, to the lower middle income status, appeared as one of the biggest occasions for national exuberance.
.
বিশ্বের ২১৫ দেশের মধ্যে ৫১টি অভিজাত দেশের তালিকায় ঢুকলো বাংলাদেশ।
= The country has joined an upgraded league where 51 out of 215 countries of the world are placed.
.
মাথাপিছু জাতীয় আয় এখন প্রায় ১৩১৪ ডলার।
= At present, the Gross National Income per capita (GNI) is about $1,314.
.
এই মাথাপিছু আয় বৃদ্ধির ফলে বাংলাদেশ এখন বিশ্বের ৫৮তম বৃহৎ অর্থনীতির দেশ।
= The rise in per capita income makes Bangladesh the 58th largest economy in the world.
.
দেশের মাথাপিছু ক্রয় ক্ষমতা এখন ৩০১৯ ডলার।
= Presently, the per capita purchasing power is about $3019.
.
ক্রয়ক্ষমতার দিক থেকে বাংলাদেশ এখন ৩৩তম বৃহৎ অর্থনীতির দেশ।
= On the scale of purchasing power parity (PPP), Bangladesh is the 33rd largest economy in the world.
.

   
   

0 responses on "বিসিএস লিখিত প্রস্তুতি ::: ইংরেজি টপিক ::: ট্রান্সলেশন"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved