শব্দবিজ্ঞান
তরঙ্গঃ যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের মধ্যেদিয়ে অগ্রসরহয়ে একস্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণা গুলো স্থানান্তরিত হয়না তাকে তরঙ্গ বলে
কম্পঙ্কঃ তরঙ্গ সঞ্চারণকারী কোন কণা এক সেকেন্ড যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে কম্পঙ্ক বলে
তরঙ্গদৈর্ঘ্যঃ তরঙ্গসঞ্চারণকারী কোন কণার যেকোন একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যেসময়েলাগে সেই সময়ে তরঙ্গ যে দুরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গদৈর্ঘ্যবলে
শব্দ বিজ্ঞান তথ্য কণিকা
নূন্যতম ০.১ সেকেন্ড সময়ের মধ্যে শব্দ ফিরে আসলে প্রতিধ্বনি শোনা যাবে
চাঁদে শব্দের বেগ -শূন্য(০)
সূর্য থেকে পৃথিবীতে শক্তির আগমন -তরঙ্গ আকারে
শিশুর গলার স্বর সরু ও বয়স্ক লোকের গলার স্বর মোটা হয় ৷ এর জন্য দায়ী -শব্দের কম্পাঙ্কের ভিন্নতা
রেলওয়ে স্টেশন ত্যাগ করার সময় হুইসেল বাজতে থাকলে প্লাটফর্মে দাড়ানো ব্যাক্তির কাছে হুইসেলের কম্পাঙ্ক প্রকৃত শব্দের চেয়ে কম হবে
শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে বর্ষাকালে
পুকুরের পানিতে বা ধানক্ষেতে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলে-আ্ড় তরঙ্গ
পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটা পড়লে সেই শব্দ জোরে শোনা যাবে-পানিতে ডুব দিলে
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর