৪.সংশ্লেষন বিক্রিয়াঃ যে রাসায়নিক বিক্রিয়ায়(অথবা সংযোজন বিক্রিয়ায়) দুই বা ততোধিক মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উতপ্নন করে তাকে সংশ্লেষন বিক্রিয়া বলে।
যেমনঃ C(কার্বন)+O2+(অক্সিজেন)=CO2 (কার্বন ডাই অক্সাইড)
৫.দ্বিবিযোজন বা বিনিময় বিক্রিয়াঃ যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অনুর মৌল বা মূলক(যৌগমূলক) গুলো পরস্পর স্থান বিনিময় করে একাধিক নতুন যোউগ তৈরি করে তাকে দ্বিবিযোজন বা বিনিময় বিক্রিয়া বলে।
যেমনঃ AgNO3(সিলভার নাইট্রেট)+NaCl(সোডিয়াম ক্লোরাইড)=AgCl(সিলভার ক্লোরাইড)+NaNO3(সোডিয়াম নাইট্রেট)
৬.প্রশমন বিক্রিয়াঃ যে রাসায়নিক বিক্রিয়ায় একটি এসিড ও একটি ক্ষার বিক্রিয়া করে লবন ও পানি উতপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।
যেমণঃ HCl(হাইড্রোরিক এসিড)+MgO(ম্যাগনেসিয়াম অক্সাইড=MgCl2(ম্যাগনেসিয়াম ক্লোরাইড)+H2O(পানি)
৭. দহন বিক্রিয়াঃ যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেন উপস্থিতিতে কোন পদার্থে অগ্নিস্নগযোগ তা ভিন্ন কোন পদার্থে পরিনত হয় তাকে দহন বিক্রিয়া বলে।
যেমনঃ যেমনঃ C(কার্বন)+O2+(অক্সিজেন)=CO2 (কার্বন ডাই অক্সাইড)
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর