বিসিএস – প্রিলিমিনারি – সাধারণ বিজ্ঞান – ধাতব রসায়ন
যে সব মৌল তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং আঘাত করলে টুনটুন শব্দ হয়, তাদরেকে ধতু বলে। যেমন-সোন, রূপা, তামা, লোহা ইত্যাদি।
যে সব মৌল তাপ ও বিদ্যুৎ অপরিবহী এবং যৌগে তড়িৎ ঋণাত্বক আয়ন হিসেবে থাকে, তাদের অধাতু বলে । যেমন কার্বন, অ·িজেন আয়োডিন, হাইড্রোজেন ইত্যাদি।
কেওলিন হলো এক প্রকার সাদামাটি। কেত্তলিন সিরামিক সামগ্রী তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবাহৃত হয়।
ময়মনসিংহ জেলায় সিরামিক খানি আবস্কিৃত হয়।
সোডিয়ামের যৌগ সোডিয়াম নাইট্রেট কে চিলির সল্টপিটার বলে।
সোডিয়ামের কার্বনেট কে বেকিং পাউডার বলে।
পারমাণবিক চুল্লিতে সোডিয়াম ধাতু সবচেয়ে বেশী পরিমাণে পাওয়া যায়।
ঘরের ছাদ হিসেবে জিঙ্কের প্রলেপযুক্ত ইস্পাতের তৈরী চিট ব্যবাহৃত হয়।
ভু-ত্বকে অ্যালুমিনিয়াম ধাতু তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয়।
সীসা কাগজের উপর ঘষলে কালো দাগ পড়ে।
যে লোহায় কার্বনের পরিমাণ.০৮ থেকে ১.৫ এর মধ্যে তাকে ইস্পাত বলে। স্থায়ী চুম্বক তৈরীতে ইস্পাত ব্যবাহৃত হয়।
কার্বনেরপরিমানের উপর ইস্পাতের গুণাগুণ নির্ভর করে।
ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে যে বিশেষ ইস্পাত তৈরী হয়, তাকে স্টেইনলেস ষ্টিল বলে।
দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে যে কঠিন পদার্থ তৈরী হয় তাকে সংকর ধাতু বলে।
তামা ও দস্তা ও মিশ্রণে পিতল তৈরী হায়।
তামা, দস্তা ও নিকেলের সংকর ধাতু জার্মান সিলভার।
অ্যালুমিনিয়াম, কপার ম্যাগনেশিয়াম, এবং মাঙ্গানিজ এর মিশ্রণে তৈরী সংকর ধাতু ডুরালুমিন। এটি উড়োজাহাজ তৈরীতে ব্যবাহৃত হয়।
তামা, দস্তা, এবং টিনের মিশ্রণে তৈরী সংকর ধাতু গান মেটাল, পূর্বে কামান তৈরীর কাজে ব্যবহৃত হত বলে এজন্য এটিকে গান মেটাল বলে।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।