বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান শ্বসনতন্ত্র ও স্নায়ুতন্ত্র

অলফ্যাক্টরী (odor + factory) দিয়ে ঘ্রাণ গ্রহণের কাজ হয়।

অপটিক, অডিটরী, ফেসিয়াল ইত্যাদির কাজ নাম দেখেই মোটামুটি বোঝা যায়

অক্ষিগোলক সঞ্চালনের জন্য তিনটি স্নায়ু কাজ করে- অকুলোমোটর, ট্রকলিয়ার, অ্যাবডুসেন্স

গ্লসো শব্দটির সাথেই জিহ্‌বার সম্পর্ক আছে, যেমন গ্লসোফ্যারিঞ্জিয়াল ও হাইপোগ্লোসাল স্নায়ু

ট্রাইজেমিনাল স্নায়ু তিনটি অংশকে সঞ্চালনে ভূমিকা রাখে = নেত্রপল্লব, ওষ্ঠ (উর্ধ্ব ও নিম্ন) এবং চোয়াল

ভেগাসের কাজ সবচেয়ে বেশি

সিনাপ্‌স = দু’টি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল যেখানে একটি নিউরোনের অ্যাক্সনের প্রান্ত শেষ হয় এবং অন্য একটি নিউরন শুরু হয়, তাকে সিনাপ্‌স বলে।

অ্যাক্সনের প্রান্ত ফুলে গিয়ে যে অংশটি গঠন করে, একে সিনাপটিক নব বলে।

সিনাপটিক নবের সাথে পরবর্তী নিউরনের ২০০ A°-এর মত ফাঁকা জায়গা থাকে, একে সিনাপটিক ক্লেফ্‌ট বা সিনাপটিক খাঁজ বলে।

সিনাপটিক নবে সিনাপটিক থলিকা থাকে, যাতে স্নায়ুর প্রেরক (Neuro-transmitter) “অ্যাসিটাইলকোলিন” থাকে (অ্যাসিটাইল+কোলিন)।

সিনাপ্‌স দিয়ে উদ্দীপনা পরিবহনে ০.৫ মিলিসেকেন্ড সময় লাগে।

 

 

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline