একাধিক কোষের সমন্বয়ে একটি নিদিষ্ট কার্য নির্ধারিত হলে তাকে কলা হলে।
বিজ্ঞানী গার্নার ও এ্যালার্ড-১৯২০সালে ফটোপিরিয়ডিজম আবিষ্কার করেন।
বিজ্ঞানী T.D.Lysnk ১৯২০ সালে ভার্নালাইজেশন আবিষ্কার করেন।
সিউডোমোনাস নামের মিথোজীবী ব্যাটেরিয়া শিমের মূল মূলে থাকে।
জীব বিজ্ঞনের মৌলিক শাখ মোট ৮-টি। (i) Morphology (ii) Cytology (iii) Histology (iv) Physiology (v) Taxonomy (vi) Genetics (vii) Ecology (viii) Evolution
থিওফ্রাস্টাস উদ্ভিদ জগ॥কে ৪ভাগে ভাগ করেন: যথা- (i) Tree (ii) Shrubs (iii) Under Shrubs (iv) Herbs
ঔষধ শিল্প, সুগন্ধি ও রং উৎপাদনে লাইকেন ব্যাবহৃত হয়।
টেরিডাফাইটার দেহাবশেষ থেকে খনিজ কয়লার আবির্ভাব হয় বলে অনুমান কর হয়।
র্ফান পৃথিবীল সর্ব প্রাচীন উদ্ভিদ। উদ্ভিদের মূখ্য পুষ্টি উপাদান- ১০টি। (MgKCaFe Nice CHOPS)
লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশী হয়। নীল ও সবুজ আলোতে সালোক সংশ্লেষন কম হয়।
স্ববাত শ্বসনে 34ATP (680 কিলো ক্যালরি) শক্তি উৎপাদন হয়।
অবাত শ্বসনে 2ATP শক্তির উৎপাদন হয়।
অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন বৃদ্ধি বর্ধক হরমোন।
ইথিলিন ও ক্যালসিয়াম কার্বাইড ফল পাকানো বা পরিণতকরণে ব্যবহৃত হয়।
পার্থেনোকার্পিক ফলে বীজ হয় না।
কচুতে ক্যালসিয়াম অক্সালেট, কমলায় এসকরবিক এসিড, আমলকিতে অক্সলিক এসডি, অপেলে ম্যালিক এসিড, টমেটোতে ম্যালিক এসিড, তেঁতুল টারটারিক এসডি ও লেবুতে সাইট্রিক এসিড থাকে।
পানের রসে মিউসিলেজ ও খেজুরের রসে ফ্রকটোজ থাকে।
বাদামে থাকে ম্যাগনেশিয়াম, সয়াবিনে জেনিষ্টেইন, সরিষার তেলে ইরসিক এসিড,পেপেতে প্যাপেন, সূর্যমূখীতে লিনোলীক এসিড ,মরিচে ক্যাপসিন ও ধুতরায় ডেটুরিন থাকে।
ঔষধী উদ্ভিদ হলো বাসক, পিঁয়াজম নিম, শেফালিকা, সিনকোনা, অর্জুন, ঘৃতকুমারী ইত্যাদি।
দ্রুত বিভাজিত হবে এপিথেলিয়াল কোষ।
পেনিসিলিয়াম এক ধরণের মৃতজীবী ছত্রাক।
কেওড়াতে জরায়ুজ অঙ্কুরোদগম হয়।
আদা রাইজোম,গোল আলু ,কন্দ, ফনিমনসা, পর্ণকান্ড, পিয়াজ, রসুন, কন্দাল কান্ড এর মাধ্যমে বংশ বিস্তার করে।
সবচেয়ে বড় ঘাস বাঁশ|(Bambosa)
সিসমোনষ্টি চলন এর ফলে সামান্য স্পর্শে লজ্জাবতীয় পাতা গুটিয়ে যায়।
Nymphea nouchelea-জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম।
একটি আদর্শ ফুলের ৫টি অংশ থাকে।
ক্লোরেলা ও ইউক্যালিপটস চামড়ার রোগ সৃষ্টি করে। ICBN হলো নামকরণের আন্তর্জাতিক স্বীর্কৃত পদ্ধতি।
Artocarpus heterphyllus-জাতীয় ফল কাঁঠালের বৈজ্ঞানিকৎ নাম।
পৃথিবীর সবচেয়ে বড় গাছ সিকুইডেনড্রন|(Sequadendron sempergirens)
ভাইরাস আবিষ্কার করেন রাবার্ট হুক/ আইভানোভাসকি/ ইকনুস/ জন মেয়ার। ছোট ও নরম গোড়া বিশিষ্ট উদ্ভিদকে বীরৎ উদ্ভিদ বলে।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।