ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত।
উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান- ৬টি।
পিঁয়াজে/ রসুনের ফাপা অংশে শুঙ্কপত্র।
পৃথিবীর সবচেয়ে বড় ফুল র্যার্ফ্লোসিয়অ আরনল্ড।
ফরাসী বিজ্ঞানী ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক।
ডাচ বিজ্ঞানী লিউয়েন হুক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তিনি সর্ব প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন।
দ্বি-পদ নামকরনের প্রবর্তক সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস নিলিয়াস।
কেরোটিনের বর্ণ-কমল/ লাল।
জীবের বংশ গতির ধারক ও বাহক বলা হয় ক্রোমোজোম কে।
উদ্ভিদের মূলে লিইকোপ্লাষ্ট থাকে।
জাইলেম মুল থেকে অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌছায়।
পাতায় উৎপাদিত খাদ্য ফ্লোয়েম উদ্ভিদের সর্বত্র পৌছায়।
আদি উদ্ভিদ বলা হয় ব্যাকটেরিয়া ও ভাইরাস কে।
পুষ্টি জন্য যে উদ্ভিদ অন্যের উপর নির্ভর করে তারা পরজীবী উদ্ভিদ।
ক্লোরেলা নামক শৈবাল নভচারীরা নভোযানে ব্যাবহার করেন।
Biology এর জনক গ্রিক দার্শনিক এরিষ্টটল। তাকে রাষ্ট্র বিজ্ঞানেরও জনক বলা হয়।
ইবন সিনা লিখিত চিকিৎসা শাসের নাম আলকানুন ফিত্তিব।
আন নাফিস রক্ত সঞ্চালন পদ্বতি সম্পর্কে সর্ব প্রথম ধারণা দেন।
উইলিয়াম হার্ভে ১৬২৮সালে রক্ত সঞ্চালন প্রত্রিয়া পরিপূর্ণ বর্ণনা করেন। তিনি শারীর বিদ্যার জনক।
মানব দেহের সবচেয়ে বৃহত্তম কোষ- নিউরন।
১৮৩১সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।