বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান উদ্ভিদবিদ্যা

মানুষের দেহ কোষে অটোজোম থাকে ২২ জোড়া ও সেক্সক্রোমোজোম থাকে ১ জোড়া ।

ডাইবেটিসের জন্য  উপকারী শৈবাল – স্পিরুলিনা ।

ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলতে থাকে – ব্যাপন ।

শতকরা ৮০-৯০ ভাগ প্রস্বেদন ঘটে – পত্ররন্ধের মাধ্যমে ।

শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা – পাতা ।

সালোকসংশ্লেষণের দুটি পর্যায় – (১) আলোক পর্যায় ও (২) অন্ধকার পর্যায় ।

শ্বসন দুই প্রকার – (১) সবাত শ্বসন ও (২) অবাত শ্বসন

জীবদেহের ক্ষুদ্রতম একক কোষ; আবিষ্কারক- রবার্ট হুক।

বৃহত্তম কোষ উটপাখীর ডিম। ক্ষদ্রতম কোষ মাইকোপ্লাজমা।

উদ্ভিদ কোষে কোষ প্রাচীর/ প্লাষ্টিড থাকে যেটি প্রাণী কোষে থাকে না।

প্রাণীকোষে সেন্টেজেম থাকে  যেটি উদ্ভিদ কোষে থাকে না।

জ্যান্থোফিলের বর্ণ হলুদ।

উদ্ভিদ খনিজ শোষন করে ব্যাপন প্রত্রিয়ায়।

আম. জাঠাল,ডাল ও শিম জাতীয় উদ্ভিদ দ্বিবীজপ্রত্রী।

মিউকর কে রুটির ছাতা বলা হয়।

উদ্ভিদ পানি শোষন কের অভিস্রবণ প্রক্রিয়ায়।

ব্যাকটেরিয়া,ছত্রাক দিয়ে অ্যান্টিবায়েটিক ঔষধ তৈরী হয়।

মাশরুমে ম্যাসকারিন থাকে না বলে একে খাওয়া যায়।

এরিষ্টটল এর অভিসন্ধর্ভ এর নাম Historia Animaliun

মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ-অনুচক্রিকা।

শিম জাতীয় উদ্ভিদে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে।

পরিণত লোহিত কণিকাতে নিউক্লিয়াস থাকেনা।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline