বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান ইলেকট্রনিক্স টেকনোলজি

ব্লাক বক্সঃ

এক প্রকার রেকর্ডার যন্ত্র যেটি বিমানের ককপিটে রক্ষিত থাকে।

এর রেকর্ডারে পাইলটদের শেষ আধ ঘন্টা কথা রেকর্ড হয়ে থাকে।

এটি ১০০০ সেঃ পর্যন্ত এর কোন ও ক্ষতি হয় না।

ফিশন:  ফিশনের মূলনীতি বিভাজন।

১৯৩৯ সালে দুই জার্মান বিজ্ঞানী অটোহ্যান ও স্টোসম্যাান এ প্রক্রিয়া আবিষ্কার করেন।

যেসব পরমাণুর পারমানবিক সংখ্যা ৯২ বা তার অধিক তারা সাধঅরণথ এই বিক্রিয়ায় অংশ নিতে পারে।

ফিশন পদ্ধতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরী করা হয়।

ফিউশন:  ফিউশনের মূলনীতি যোজন। এই পদ্ধসঢ়;থতিতে সূর্যে শক্তি উৎপন্ন হয়।

পারমানবিক চুল্লিঃ যে যান্ত্রিক ব্যাবস্থার সাহায্যে নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়াসের ক্রমিক বিভাজন দ্বারা বিপুল পরিমান পারমনবিক শক্তি অর্জন করা যায় উহাকে পারমানবিক রিঅ্যাক্টর বলে।

এ চুল্লিতে ট-২৩৫  এর পরমানুকে জ্বালানী হিসেবে ব্যবাহর করা য়ায।

এ জ্বালানীফিশন প্রক্রিয়ার মাধ্যমেপ্রচুর শক্তি উৎপন্ন করে।

বোরন বা ক্যাডমিয়াম দন্ড ব্যবহার করে চুল্লীতে বিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়।

ফিউশণ নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা তৈরী করা হয়েছে।

ইলেকট্রনিক্স তথ্যকণিকা

ভূ পৃষ্ট হতে স্যাটেলাইট যোগাযোগের জন্য  ব্যবহৃত হয়।

বিগ ব্যাঙ তত্ত¡ ব্যাখ্যা করেন বিজ্ঞানী স্টিফেন হকিন্স।

১৯৮৬ সালে চেরানোবিল পারমাবিক দুর্ঘটনা ঘটেছিল।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline