আন্তর্জাতিক নদী বলা হয় দানিউব নদীকে।
লন্ডন শহর অবস্থিত টেমস নদীর তীরে ।
রাইন নদী উৎপত্তিস্থল আল্পস পর্বতে।
রাইন নদী প্রবাহিত জার্মানী ও হল্যান্ড (৮২০ কিমি)।
রাইন নদী পতিত হয়েছে উত্তর সাগরে।
উরাল নদী প্রবাহিত রাশিয়া (২৫৩৩ কিমি) উপর দিয়ে
উরাল নদী পতিত হয়েছে ক্যাস্পিয়ান সাগরে
আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ (৬৬৫০ কিমি)।
নীল নদ প্রবাহিত হয়েছে ইথিওপিয়া, সুদান, ও মিশর দেশের মধ্যে দিয়ে
নীল নদ ১০ টি দেশের উপর দিয়ে প্রবাহিত।
আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম নীলনদ, কঙ্গো (৪৮০০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)।
জাম্বেসী নদী জাম্বিয়া ও মোজাম্বিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
জাম্বেসী নদী পতিত হয়েছে ভারত মহাসাগরে।
কঙ্গো নদী পতিত হয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরে।
নাইজার নদী পতিত হয়েছে দিনি উপসাগরে।
উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি-মিসৌরী (৬০২০ কিমি)
মিসিসিপি নদী প্রবাহিত হয়েছে যুক্তরাষ্ট্র উপর দিয়ে।
উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী ম্যাকেঞ্জি (৪২৪১ কিমি)।
দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজান (৬৪৩৭ কিমি)।
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী আমাজান।
পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
আমাজান নদী পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে।
সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় আমাজান নদী দিয়ে।
আমাজান নদী দিয়ে প্রতি সেকেন্ডে পানি প্রবাহিত হয় ৭২ লক্ষ ঘনফুট।
ওশেনিয়ার দীর্ঘতম নদী মারে ডালিং, অষ্ট্রেলিয়া (৩৭৮০ কিমি)।
মারে ডালিং নদী পতিত হয়েছে ভারত মহাসাগরে।
নদীর পানি প্রবাহ পরিমাপের একক কিউসেফ।
আমুদরিয়া কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? পামীর মালভূমি।
শিরদরিয়া কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে তিয়েনশান পর্বত।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।