অন্যান্য তথ্য
এশিয়ার বৃহত্তম নদী ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কিমি)।
ইয়াং সি কিয়াং চীন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী সালউইন।
এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম ইয়াং সি কিয়াং(৫৪৯৪ কিমি), ওব (৫৪১০ কিমি), ইনিসি (৪৫০৬ কিমি), হোয়াং হো (৪৩৪৪ কিমি), লেনা (৪৪০০ কিমি), ব্রহ্মপুত্র (২৭০০ কিমি)।
আমুর নদীর উৎপত্তিস্থল ইয়াব্লোনর পর্বত।
আমুর নদীর দৈর্ঘ্য ২৮২৪ কিমি।
আমুর নদী পতিত হয়েছে ওখটস্ক উপসাগরে।
দক্ষিণ এশিয়ার প্রধান নদী সিন্ধু -২৮৮০, গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০।
সিন্ধু নদ পাকিস্তান এর উপর দিয়ে প্রবাহিত হয়েছে ।
ব্রহ্মপুত্র নদী পতিত হয়েছে পদ্মা (গঙ্গা) নদীতে।
ব্রহ্মপুত্র নদী তিব্বতে পরিচিত সানপো নামে
সিন্ধু নদ পতিত হয়েছে আরব সাগরে।
গঙ্গা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে।
ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে তিব্বত, ভারত ও বাংলাদেশ এর মধ্য দিয়ে।
ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে তিব্বত থেকে।
টাইগ্রিস (দজলা) নদী অবস্থিত ইরাক, (১,৮৯৯ কিমি) ।
টাইগ্রিস (দজলা) নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে।
ইউফ্রেটিস নদীর পূর্ব নাম ফোরাত নদী।
ইউরোপের দীর্ঘতম নদী ভলগা (৩৬৯০ কিমি) ।
ভলগা প্রবাহিত হয়েছে রাশিয়ার মধ্যে দিয়ে
ভলগা নদী পতিত হয়েছে কাস্পিয়ান সাগরে।
ইউরোপের প্রধান প্রধান নদীর নাম -দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম।
দানিউব নদীর উৎপত্তিস্থল ব্ল্যাক ফরেস্ট থেকে ।
দানিউব নদী প্রবাহিত হয়েছে রুমানিয়া ও যুগোশ্লাভিয়া দেশের উপর দিয়ে
দানিউব নদী পতিত হয়েছে কৃষ্ণ সাগর।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।