নীল নদ (Nile) পৃথিবীর বৃহত্তম নদী। ছয় হাজার ছয়শ পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই নদ।
আর পৃথিবীর সব চেয়ে বড় নদী হচ্ছে (Amazon) আমাজন নদী।
একটি নদী কি পরিমাণ পানি প্রবাহিত করে তার উপর ভিত্তি করেই বড় নদী নির্বাচিত করা হয়। সেই হিসেবে আমাজন নদী প্রতি সেকেন্ডে ১,৮০,০০০ কিউবিক মিটার (cubic metres) পানি প্রবাহিত করে পৃথিবীর সব চেয়ে বড় নদী হিসেবে নিজের স্থান দখল করে আছে।
আসুন তাহলে দেখা যাক পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ১০টি নদীর সামান্য তথ্য উপাত্ত।
১। নীল (Nile) নদের দৈর্ঘ্য ৬,৬৫০ কিলোমিটার।
ইথিওপিয়া , ইরিত্রিয়া , সুদান , উগান্ডা , তাঞ্জানিয়া , কেনিয়া , রুয়ান্ডা , বুরুন্ডি , মিশর , কঙ্গো, দক্ষিণ সুদান ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে ভূমধ্য সাগরে।নীল নদের আছে দুটি প্রধান শাখা নদী হোয়াইট নীল ও ব্লু নীল।
হোয়াইট নীলের উৎপত্তি হয়েছে মধ্য আফ্রিকার গ্রেট লেক থেকে এবং ব্লু নীলের উৎপত্তি ইথিওপিয়ার লেক তানা থেকে।মিশরীয় উন্নত সভ্যতার পেছনে এই নদীর রয়েছে বিশাল অবদান। বছরে অন্তত একবার প্লাবিত হয়েছে নীল নদীর দুকূল। তাতে উর্বর হয়েছে ফসলের মাঠ। জন্মেছে গম এবং অন্যান্য অর্থকরি ফসল।প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসেও নীলের একটি গুরুত্ব ছিল অত্যাধিক।তাদের দেবতা ছিল হ্যাপি, তার কারণেই বছরে সেখানে প্লাবন ঘটত।ওই দেবতা এবং ফারাও দুজনেই নীলের প্লাবন নিয়ন্ত্রণের চিন্তা করতেন।
২। আমাজন (Amazon) নদীর দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার।
ব্রাজিল , পেরু , বোলিভিয়া , কলোমবিয়া , ইকুয়েডর , ভেনিজুয়েলা , গিয়ানা ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে আটলান্টিক মহাসাগরে।
৩। Yangtze নদীর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার।
চীনে মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে পূর্ব চীন সাগরে।
৪। মিসিসিপি (Mississippi) নদীর দৈর্ঘ্য ৬,২৭৫ কিলোমিটার।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে মক্সিকো উপসাগরে।
৫। Yenisei নদীর দৈর্ঘ্য ৫,৫৩৯ কিলোমিটার।
রাশিয়া ও মঙ্গোলিয়ার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে (Kara Sea)কারা সাগরে।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।