বিসিএস প্রিলিমিনারি ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের নদ-নদী

#বিভিন্ন নদ-নদীর উৎপত্তিস্থল

১, পদ্মা: হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে।
২, মেঘনা: আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে।
৩, ব্রহ্মপুত্র: তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে।
৪, কর্ণফুলী: মিজোরামের লুসাই পাহাড় থেকে।
৫, করতোয়া: সিকিমের পর্বত অঞ্চল থেকে।
৬, সাঙ্গু: মায়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে।
৭, হালদা: খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে।
৮, মহানন্দা: হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে।
৯, গোমতি: ভারতের ত্রিপুরা পাহাড়ের সাবরুমে।
১০, খোয়াই: ত্রিপুরার আঠারমুড়া পাহাড় থেকে।
১১, ফেনী: পার্বত্য ত্রিপুরা পাহাড় থেকে।
১২, মাতামুহুরী: লামার মইভার পর্বত থেকে।
১৩, যমুনা: কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে।
১৪, তিস্তা: সিকিমের পর্বত অঞ্চল থেকে।
১৫, মুহুরী: ত্রিপুরার লুসাই পাহাড় থেকে।
১৬, মনু: মিজোরামের পাহাড় থেকে।

তীরবর্তী শহর নদীর নাম

১.আশুগঞ্জ— মেঘনা
২.কাপ্তাই — কর্ণফুলী ও কাপ্তাই
৩.কুমিল্লা — গোমতী
৪.কুষ্টিয়া — গড়াই
৫.কুঁড়িগ্রাম — ধরলা
৬.খুলনা — ভৈরব ও রূপসার মিলনস্থল
৭.ঘোড়াশাল — শীতলক্ষ্যা
৮.চট্রগ্রাম — কর্ণফুলী
৯.চন্দ্রঘোনা — কর্ণফুলী
১০.চাঁদপুর — মেঘনা
১১.ছাতক — সুরমা
১২.ঝালকাঠী — বিশখালী
১৩.ঝিনাইদহ — নবগঙ্গা ও কুমার
১৪.টঙ্গী — তুরাগ
১৫.টেকনাফ — নাফ
১৬.ঠাকুরগাঁও — টাংগন
১৭.ঢাকা — বুড়ীগঙ্গা
১৮.দিনাজপুর — পুনর্ভবা
১৯.নারায়নগঞ্জ — শীতলক্ষ্যা
২০.পাবনা — ইছামতি
২১.ফরিদপুর — কুমার, পদ্মা,আড়িয়ালখাঁ
২২.ফেঞ্চুগঞ্জ — কুশিয়ারা
২৩.বগুড়া — করতোয়া
২৪.বরিশাল — কীর্তনখোলা
২৫.ভৈরব — মেঘনা
২৬.মংলা — পশুর
২৭.ময়মনসিংহ — পুরাতন ব্রহ্মপুত্র
২৮.মুন্সীগঞ্জ — পদ্মা, ধলেশ্বরী

২৯.রাজশাহী — পদ্মা
৩০.সারদা — পদ্মা
৩১.সিলেট — সুরমা
৩২.সুনামগঞ্জ — সুরমা
৩৩.শিলাইদহ — পদ্মা
৩৪.নরসিংদী — শীতলক্ষ্যা
৩৫.মানিকগঞ্জ — পদ্মা
৩৬.গাজীপুর — তুরাগ, বানার, বালু
৩৭.কিশোরগঞ্জ — ব্রহ্মপুত্র, ধনু, মেঘনা, বাউলাই
৩৮.জামালপুর — ব্রহ্মপুত্র, যমুনা, বালু
৩৯.শেরপুর — কংশ
৪০.টাঙ্গাইল — যমুনা, ধলেশ্বর, বংশী
৪১.নেত্রকোনা — কংশ, বাউলাই, গোমশ্বরী, মুগর
৪২.শরিয়তপুর — পদ্মা, রমঘনা, পালং
৪৩.সাতক্ষীরা — পাঙ্গাশিয়া, কালিন্দী, হাড়িয়াভাঙ্গা, বেতনা
৪৪.বাগেরহাট — মধুমতি,মংলা, হরিণঘাটা, শীলা
৪৫.ভোলা — তেঁতুলিয়া, বারেশ্বও কচাখালী
৪৬.পটুয়াখালী — তেঁতুলিয়া, আগুনমুখা, লোহানিয়া
৪৭.বরগুনা — বিশখালী, হরিণঘাটা, আঁধার মানিক, বেঘাই
৪৮.যশোর — কপোতাক্ষ, ভদ্রা, ভৈরব
৪৯.মাগুরা — গড়াই, কুমার, নবগঙ্গা
৫০.নড়াইল — মধুমতি, ভৈরব, কুমার
৫১.মেহেরপুর — ইছামতি, ভৈরব
৫২.চুয়াডাঙ্গা — ইছামতি, নবগঙ্গা
৫৩.চাপাইনবাবগঞ্জ — পদ্মা, মহানন্দা, নন্দশুধা, পূনর্ভবা
৫৪.নাটোর — নাগরদী, আত্রাই, বড়াল
৫৫.নওগাঁ — আত্রাই, তুলসী
৫৬.সিরাজগঞ্জ — যমুনা, করতোয়া, বড়াল
৫৭.পঞ্চগড় — করতোয়া
৫৮.রংপুর — তিস্তা
৫৯.কুড়িগ্রাম — ব্রহ্মপুত্র, ধরলা
৬০.নীলফামারী — তিস্তা, শিংগীমারী
৬১.পার্বত্য চট্রগ্রাম — কর্ণফুলী, শংখ, কশালং, রানখিয়াং
৬২.কক্সবাজার — নাফ
৬৩.বান্দরবন — শংখ, মাতামুহুরী, রানখিয়াং
৬৪.নোয়াখালী — মেঘনা, ফেনী, ডাকাতিয়া
৬৫.ফেনী — মুহুরী, ডাকাতিয়া
৬৬.ব্রাহ্মনবাড়ীয়া — মেঘনা ,তিতাস
৬৭. পিরোজপুর — মধুমতি ও বলেশ্বর
৬৮.গোপালগঞ্জ — মধুমতী
৬৯.ভোলা— তেঁতুলিয়া ও বলেশ্বর

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline