তিব্বতের ধর্মীয় নেতার উপাধি- দালাইলামা।
পাকাতিয়া প্রদেশটি- আফগানিস্থানে অবস্থিত।
বিরোধপূর্ণ বেলুচ প্রদেশটি পাকিস্থানে অবস্থিত। [সাম্প্রতিক সময়ে আকবর খাঁন বুগতিকে হত্যা করা হয়]
কিরকুক: ফালুজা প্রদেশ দুটি ইরাকে অবস্থিত। [উলেখ যে ইরাকে মোট ১৮ টি প্রদেশ রয়েছে]
আলোচিত ভলকা রিপোর্টে ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচীতে ব্যাক্তি বিশেষ সুবিধা গ্রহনের আলোচনায় ভারতের নটবর সিংহ পদত্যাগ করতে বাধা হন।
কনফুসিয়াস ছিলেন- চীনের দার্শনিক।
জাভা মানুষের উদ্ভব- ইন্দোনেশিয়ায়।
পিংকি মানুষের উদ্ভব- চীনে।
হাইডেল বার্গ মানুষের উদ্ভব- জার্মানীতে।
এশিয়ার বৃহত্তম তৈল খনি- সৌদি আরব ,গাওয়ার
মোট মজুদের ২৫% সৌদি আরব।
আদম চিহ্নবা আদম শৃঙ্গ- শ্রীলংকায় অবস্থিত।
ইস্পাহান ও বুশেহর শহরে ইরানের পরমাণবিক জালানী কেন্দ্র গুলো অবস্থিত।
কারবালা শহরটি ইরাকে ফোরাত নী তীরে অবস্থিত।
বেথেলহেম জায়গাটি জেরুজালেম নিকট অবস্থিত।
গোলান মালভূমি- সিরিয়া ও ইসরাঈল সীমান্তে অবস্থিত। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাঈল এটি দখল করে নেয়।
সিনাই উপত্যকা মিশরে অবস্থিত। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাঈল এটি দখল করে নেয়। পরে শান্তি চুক্তির বিনিময়ে এটি ফেরত দেয়।
মোহেনজোদেরো সভ্যতা পাকিস্থানে গড়ে উঠেছিল।
প্রাচীন সিন্ধু সভ্যতার নিদর্শন এখানে রয়েছে।
মেসোপটেমিয়া সভ্যতা- ইরাকে গড়ে উঠেছিল।
এশিয়ার যে দেশে : 115%;”>NATO: শান্তি রক্ষী বাহিনী কর্মরত- আফগানিস্থান [লেবানন- ইসরাঈল সীমান্তে: >বাহিনী নিয়োগের চুক্তি হয়েছে]
এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং চীনে (৫৯৮০ কি.মি)।
চীনের দুঃখ- হোয়াংহো।
চীনের শস্য প্রদেশ- হুনান।
পৃথিবীর শুল্কমুক্ত দেশ- হংকং।
পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ- ইন্দোনেশিয়া।
বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দর- সিংগাপুর সমুদ্র বন্দর।
দি টাইগার অব বাইসাইকেল বলা হয়- ভিয়েতনাকে।
জাতিসংঘের নতুন মহাসচিব বান কি মুন শপথ গ্রহণ করেন- ১৫ ডিসেম্বর ২০০৬।
মাওবাদীদের সাথে নেপাল সরকারের চুক্তি হয় ২২ নভেম্বর ২০০৬।
উত্তর কোরিয়া পরমাণবিক বোমার বিস্ফোরন ঘটায় ৯ অক্টোবর ২০০৭।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।