বিসিএস-প্রিলিমিনারি-বাংলা ভাষা ও সাহিত্য

(বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক আধুনিক যুগ এর অন্তর্ভুক্ত। আধুনিক যুগ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে।)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮):

তিনি বাংলা সাহিত্যে ‘অপরাজেয় কথাশিল্পী নামে পরিচিত। তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ‘জগত্তারিণী’ পদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি.লিট উপাধি লাভ করেন।তিনি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন।তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে বড়দিদি (এটি তার প্রথম উপন্যাস), শ্রীকান্ত (৪ খন্ডে রচিত এটি তার শ্রেষ্ঠ রচনা), পথের দাবী, গৃহদাহ, দেবদাস, শুভদা, চরিত্রহীন, দত্তা।

তার রচিত নাটক হচ্ছে ষোড়শী, বিজয়া, রমা।তিনি ‘নারীর মূল্য’ নামে একটি প্রবন্ধ রচনা করেন।কুন্তলীন পুরস্কার প্রাপ্ত ছোট গল্প ‘মন্দির’ তার প্রথম রচনা।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১):

রায়নন্দিনী, তারাবাঈ তার উল্লেখযোগ্য উপন্যাস।

তিনি অনল প্রবাহ নামক একটি কাব্যগ্রন্থ রচনা করেন যেটি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে।

তার রচিত মহাকাব্য হচ্ছে স্পেন বিজয়কাব্য।

তুরস্ক ভ্রমণ তার রচিত প্রবন্ধ।

বেগম রোকেয়া (১৮৮০-১৯৩২):

তিনি ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি প্রতিষ্ঠা করেন মুসলিম মহিলা সমিতি।

তার রচিত উপন্যাস হচ্ছে অবরোধবাসিনী (লেখিকার শ্রেষ্ঠ গ্রন্থ), পদ্মরাগ, সুলতানার স্বপ্ন।তার রচিত প্রবন্ধ হচ্ছে মতিচুর (লেখিকার প্রথম গ্রন্থ)।

ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯):

তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমিতে যোগদান করেন। ১৯৬৬ সালে তিনি বাংলা পঞ্জিকা সংস্কার করেন।

তার গবেষণামূলক গ্রন্থ হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, ভাষা সাহিত্য, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। লেখকের অনুবাদগ্রন্থ হচ্ছে রুবাইয়াত ই ওমর খ্যায়াম।

এস ওয়াজেদ আলী (১৮৯০-১৯৫১):

ঐতিহাসিক উপন্যাস ‘গ্রানাডার শেষ বীর’ তার শ্রেষ্ঠ উপন্যাস।

তার রচিত প্রবন্ধ হচ্ছে ভবিষ্যতের বাঙালী, জীবনের শিল্প।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Mehedi Hasan
Mehedi Hasan

Technical support

I am online

I am offline

Jannatul Ferdous
Jannatul Ferdous

Sales support

I am online

I am offline