
জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদবী- বীরউত্তম
সাতজন বীরশ্রেষ্ঠের নামে ৭টি পুকুর খনন করা হয়েছে- সুন্দরবনে
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কোন কবর নেই/মতান্তরে রূপসা নদীর তীরে কবর দেয়া হয়
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর- করাচি থেকে আনা হয় (২০০৬)
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর আনা হয়- আসামের আমবাসা থেকে (২০০৭)
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে আনছিলেন- টি-৩৩ (ছদ্মনাম ব্লু বার্ড)
খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা- ২ জন (২ জনই বীরপ্রতীক) (সেতারা বেগম ও তারামন বিবি)
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন সাহিত্যিক আবদুস সাত্তার।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা পাঠ করতেন এম আর আখতার মুকুল।
২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন ১৯৮০ সালে।
বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
নারী মুক্তিযোদ্ধা- সেতারা বেগম, তারামন বিবি ও কাঁকন বিবি
আদিবাসী নারী মুক্তিযোদ্ধা- কাঁকন বিবি
কাঁকন বিবি- খাসিয়া
কাঁকন বিবির আসল নাম- কাকাত হেনইঞ্চিতা
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।