বিসিএস -> প্রিলিমিনারি -> বাংলা ভাষা ও সাহিত্য -> সন্ধি

ব্যঞ্জনসন্ধিঃ

যে দুইটি ধ্বনির মিলনে সন্ধি হবে, তাদের একটিও যদি ব্যঞ্জনধ্বনি হয়, তাহলেই সেই সন্ধিকে ব্যঞ্জনসন্ধি বলা হয়। ব্যঞ্জনসন্ধি ৩ ভাবে হতে পারে-

১. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

২. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি

৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

১. স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়। যেমন-

অ+ছ = চ্ছ

এক+ছত্র = একচ্ছত্র

মুখ+ছবি = মুখচ্ছবি

অঙ্গ+ছেদ = অঙ্গচ্ছেদ

আলোক+ছটা= আলোকচ্ছটা

প্র+ছদ = প্রচ্ছদ

বৃক্ষ+ছায়া = বৃক্ষছায়া

স্ব+ছন্দ = স্বচ্ছন্দ

আ+ছ = চ্ছ

কথা+ছলে = কথাচ্ছলে

আচ্ছা+দন = আচ্ছাদন

ই+ছ = চ্ছ

পরি+ছদ = পরিচ্ছদ

বি+ছেদ= বিচ্ছেদ

পরি+ছদ = পরিচ্ছদ

বি+ছিন্ন = বিচ্ছিন্ন

প্রতি+ছবি = প্রতিচ্ছবি

উ+ছ = চ্ছ

অনু+ছেদ = অনুচ্ছেদ

ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি

১.ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।

অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।

অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন-

ক্+অ = গ+অ

দিক্+অন্ত = দিগন্ত

ক্+আ = গ+আ

বাক্+আড়ম্বর = বাগাড়ম্বর

ক্+ঈ = গ+ঈ

বাক্+ঈশ = বাগীশ

চ্+অ = জ+অ

ণিচ্+অন্ত = ণিজন্ত

ট্+আ = ড+আ

ষট্+আনন = ষড়ানন

ত্+অ = দ+অ

তৎ+অবধি = তদবধি

কৃৎ+অন্ত = কৃদন্ত

ত্+আ = দ+আ

সৎ+আনন্দ = সদানন্দ

ত্+ই = দ+ই

জগৎ+ইন্দ্র = জগদিন্দ্র

ত্+উ = দ+উ

সৎ+উপায় = সদুপায়

সৎ+উপদেশ = সদুপদেশ

প্+অ = ব+অ

সুপ্+অন্ত = সুবন্ত

ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি/

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline