বিসিএস -> প্রিলিমিনারি -> বাংলা ভাষা ও সাহিত্য -> সন্ধি

১১. উ/ঊ এরপরে উ/ঊ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে উ/ঊ-র জায়গায় ব (ব-ফলা,  ব) হয় এবং তা ই/ঈ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

উ+অ = ব-ফলা+অ; সু+অল্প = স্বল্প; পশু+অধম = পশ্বধম; অনু+অয় = অন্বয়; মনু+অন্তর = মন্বন্তর।

উ+আ = ব-ফলা+আ; সু+আগত = স্বাগত; পশু+আচার = পশ্বাচার।

উ+ই = ব-ফলা+ই; অনু+ইত = অন্বিত।

উ+ঈ = ব-ফলা+ঈ; তনু+ঈ = তন্বী।

উ+এ = ব-ফলা+এ; অনু+এষণ = অন্বেষণ

১২. ঋ এরপরে ঋ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ঋ এর জায়গায় র (র-ফলা,  ্র ) এবং র-ফলা ঋ এর আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন, পিতৃ(প+ই+তঋ) + আলয় = পিত্রালয়

পিতৃ + আদেশ = পিত্রাদেশ

১৩. (ক) এ/ঐ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’ এবং ‘ঐ’ এর  জায়গায় ‘আয়’ হয়।

এ+অ = অয়+অ;

নে+অন = নয়ন;

শে+অন = শয়ন;

ঐ+অ = আয়+অ;

নৈ+অক = নায়ক;

গৈ+অক = গায়ক;

(খ) ও/ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়াগায় ‘আব’ হয়।

ও+অ = অব+অ; পো+অন = পবন; লো+অন = লবন।

ঔ+অ = আব+অ; পৌ+অক = পাবক।

ও+আ = অব+আ; গো+আদি = গবাদি।

ও+এ = অব+এ; গো+এষণা = গবেষণা।

ও+ই = অব+ই; পো+ইত্র = পবিত্র।

ঔ+ই = আব+ই; নৌ+ইক = নাবিক।

ঔ+উ = আব+উ; ভৌ+উক = ভাবুক।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline