
৮. ই/ঈ এরপরে ই/ঈ থাকলে উভয়ে মিলে ঈ হয় এবং তা ই/ঈ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
ই+ই = ঈ; অতি+ইত = অতীত; গিরি+ইন্দ্র= গিরীন্দ্র; অতি+ইব= অতীব; প্রতি+ইত= প্রতীত; রবি+ইন্দ্র = রবীন্দ্র.
ই+ঈ = ঈ; পরি+ঈক্ষা = পরীক্ষা; প্রতি+ঈক্ষা= প্রতীক্ষা; ঈ+ই = ঈ; সতী+ইন্দ্র = সতীন্দ্র; মহী+ইন্দ্র = মহীন্দ্র.
ঈ+ঈ = ঈ; সতী+ঈশ = সতীশ; ক্ষিতী+ঈশ= ক্ষিতীশ; শ্রী+ঈশ = শ্রীশ; পৃথ্বী+ঈশ = পৃথ্বীশ; দিললী+ঈশ্বর = দিল্লীশ্বর.
৯. ই/ঈ এরপরে ই/ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই/ঈ-র জায়গায় য (য-ফলা,্য) হয় এবং তা ই/ঈ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
ই+অ = য-ফলা + অ; অতি+অন্ত = অত্যন্ত; প্রতি+অহ = প্রত্যহ; অতি+অধিক = অত্যধিক; আদি+অন্ত = আদ্যন্ত; যদি+অপি = যদ্যপি; পরি+অন্ত = পর্যন্ত.
ই+আ = য-ফলা + আ; ইতি+আদি = ইত্যাদি; প্রতি+আশা = প্রত্যাশা; প্রতি+আবর্তন = প্রত্যাবর্তন; অতি+আশ্চর্য = অত্যাশ্চর্য; ই+উ = য-ফলা+ উ; অতি+উক্তি = অত্যুক্তি; অভি+উত্থান = অভূত্থান; অগ্নি+উৎপাত = অগ্নুৎপাত; প্রতি+উপকার = প্রত্যুপকার.
ই+ঊ = য-ফলা+ ঊ; প্রতি+উষ = প্রত্যূষ.
ঈ+আ= য-ফলা+ আ; মসী+আধার = মস্যাধার.
ই+এ = য-ফলা+এ; প্রতি+এক = প্রত্যেক.
ঈ+অ = য-ফলা+অ; নদী+অম্বু = নদ্যম্বু
১০. উ/ঊ এরপরে উ/ঊ থাকলে উভয়ে মিলে ঊ হয় এবং তা উ/ঊ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উ+উ = ঊ; মরু+উদ্যান = মরূদ্যান.
উ+ঊ = ঊ; বহু+ঊর্ধ্ব = বহূর্ধ্ব.
ঊ+উ = ঊ; বধূ+উৎসব = বধূৎসব.
ঊ+ঊ = ঊ; ভূ+ঊর্ধ্ব = ভূর্ধ্ব।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।