
৪. অ/আ এরপরে ঋ কার থাকলে উভয়ে মিলে অর হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ+ঋ = অর; দেব+ঋষি = দেবর্ষি; অধম +ঋণ = অধমর্ণ; উত্তম+ঋণ = উত্তমর্ণ.
আ+ঋ = অর; মহা+ঋষি = মহর্ষি; রাজা+ঋষি = রাজর্ষি.
৫. অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত-র ঋ মিলে আর হয় এবং আর’, ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ+ঋ (ঋত) = আর; শীত+ঋত = শীতার্ত; ভয়+ঋত = ভয়ার্ত.
আ+ ঋ (ঋত) = আর; তৃষ্ণা+ঋত = তৃষ্ণার্ত; ক্ষুধা+ঋত = ক্ষুধার্ত
৬. অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ+এ = ঐ; জন+এক = জনৈক; হিত+এষী = হিতৈষী; সর্ব+এব = সর্বৈব;
অ+ঐ = ঐ; মত+ঐক্য = মতৈক্য; অতুল+ঐশ্বর্য = অতুলৈশ্বর্য.
আ+এ = ঐ; সদা+এব = সদৈব.
আ+ঐ = ঐ; মহা+ঐশ্বর্য = মহৈশ্বর্য
৭. অ/আ এরপরে ও/ঔ থাকলে উভয়ে মিলে ঔ হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ+ও = ঔ; বন+ওষধি = বনৌষধি;
অ+ঔ = ঔ; পরম+ঔষধ = পরমৌষধ
আ+ও = ঔ; মহা+ওষধি = মহৌষধি
আ+ঔ = ঔ; মহা+ঔষধ = মহৌষধ
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।