
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সন্ধি হলে তাকে বলে স্বরসন্ধি। নিচে স্বরসন্ধির নিয়মগুলো দেয়া হলো-
১. ‘অ/আ’ এরপরে ‘অ/আ’ থাকলে উভয়ে মিলে ‘আ’ হয় এবং তা প্রথম ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ+অ = আ; নর+অধম = নরাধম; প্রাণ+অধিক = প্রাণাধিক; হিম+অচল = হিমাচল; হস্ত+অন্তর = হস্তান্তর; হিত+অহিত = হিতাহিত.
অ+আ = আ; হিম+আলয় = হিমালয়; দেব+আলয় = দেবালয়; রত্ন+আকর = রত্নাকর; সিংহ+আসন= সিংহাসন.
আ+অ = আ; যথা+অর্থ = যথার্থ; আশা+অতীত = আশাতীত; মহা+অর্ঘ = মহার্ঘ; কথা+অমৃত = কথামৃত.
আ+আ = আ; বিদ্যা+আলয় = বিদ্যালয়; কারা+আগার = কারাগার; মহা+আশয় = মহাশয়; সদা+আনন্দ = সদানন্দ;
২. ‘অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ+ই = এ; শুভ+ইচ্ছা = শুভেচ্ছা; পূর্ণ+ইন্দু = পূর্ণেন্দু; স্ব+ইচ্ছা = স্বেচ্ছা; নর+ইন্দ্র = নরেন্দ্র
অ+ঈ = এ; পরম +ঈশ = পরমেশ; নর+ঈশ = নরেশ; আ+ই = এ; যথা+ইষ্ট = যথেষ্ট; আ+ঈ = এ; মহা+ঈশ = মহেশ; রমা+ঈশ = রমেশ.
৩. ‘অ/আ’ এরপরে ‘উ/ঊ’ থাকলে উভয়ে মিলে ‘ও’ হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
অ+উ = ও; সূর্য+উদয় = সূর্যোদয়; নীল+উৎপল = নীলোৎপল; ফল+উদয় = ফলোদয়; হিত+উপদেশ = হিতোপদেশ; পর+উপকার = পরোপকার; প্রশ+উত্তর = প্রশ্নোত্তর
অ+ঊ = ও; গৃহ+ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব; চল+ঊর্মি = চলোর্মি; নব+ঊঢ়া = নবোঢ়া; আ+উ = ও; যথা+উচিত = যথোচিত; মহা+উৎসব = মহোৎসব; যথা+উপযুক্ত = যথোপযুক্ত
আ+ঊ = ও; গঙ্গা+ঊর্মি = গঙ্গোর্মি
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।