
সন্ধি প্রথমত ২ প্রকার- বাংলা শব্দের সন্ধি ও তৎসম সংস্কৃত শব্দের সন্ধি।
বাংলা শব্দের সন্ধি: খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের যে সন্ধি, সেগুলোকেই বাংলা শব্দের সন্ধি বলে। বাংলা শব্দের সন্ধি ২ প্রকার- স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি।
স্বরসন্ধি: স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন,
অ+এ = এ (অ লোপ); শত+এক = শতেক; কত+এক = কতেক;
আ+আ = আ (একটা আ লোপ); শাঁখা+আরি =শাঁখারি; রূপা+আলি = রূপালি;
আ+উ = উ (আ লোপ); মিথ্যা+উক = মিথ্যুক; হিংসা+উক = হিংসুক; নিন্দা+উক = নিন্দুক;
ই+এ = ই (এ লোপ): কুড়ি+এক = কুড়িক; ধনি+ইক = ধনিক; গুটি+এক = গুটিক; আশি+এর = আশির
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।