
৩. বিসর্গের পরে তালব্য অঘোষ ধ্বনি (চ, ছ) থাকলে বিসর্গের জায়গায় তালব্য শিশ (শ) ধ্বনি,
বিসর্গের পরে মূর্ধণ্য অঘোষ ধ্বনি (ট, ঠ) থাকলে বিসর্গের জায়গায় মূর্ধণ্য শিশ (ষ) ধ্বনি,
বিসর্গের পরে দন্ত্য অঘোষ ধ্বনি (ত, থ) থাকলে বিসর্গের জায়গায় দন্ত্য শিশ (স) ধ্বনি হয়।
অর্থাৎ,
‘ঃ’-এর পরে ‘চ/ছ’ (তালব্য) থাকলে ‘ঃ’-এর জায়গায় ‘শ’
’-এর পরে ‘ট/ঠ’ (মূর্ধণ্য) থাকলে ‘ঃ’-এর জায়গায় ‘ষ’
‘ঃ’-এর পরে ‘ত/থ’ (দন্ত্য) থাকলে ‘ঃ’-এর জায়গায় ‘স’ হয়। যেমন-ঃ
চ/ছ = শ+চ/ছ
নিঃ+চয় = নিশ্চয়
শিরঃ+ছেদ = শিরশ্ছেদঃ
+ট/ঠ = ষ+ট/ঠ
ধনুঃ+টঙ্কার = ধনুষ্টঙ্কার
নিঃ+ঠুর = নিষ্ঠুরঃ
+ত/থ = স+ত/থ
দুঃ+তর = দুস্তর
দুঃ+থ = দুস্থ
৪. (ক) ‘অ/আ’ স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি (ক, খ, প, ফ) থাকলে ‘ঃ’-র জায়গায় অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স) হয়।
অর্থাৎ, ‘অ/আ’-এর পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে ‘ক/খ/প/ফ’ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘স’ হয়।
(খ) ‘অ/আ’ ছাড়া অন্য কোন স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি (ক, খ, প, ফ) থাকলে ‘ঃ’-র জায়গায় অঘোষ মূর্ধণ্য শিশ ধ্বনি (ষ) হয়।
অর্থাৎ, ‘অ/আ’-এর পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে ‘ক/খ/প/ফ’ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘ষ’ হয়।
যেমন-
(ক) অ/আ+ঃ+ক/খ/প/ফ
(খ) ই/ঈ/উ/ঊ/এ/ঐ/ও/ঔ +ঃ+ক/খ/প/ফ
নমঃ+কার = নমস্কার
পদঃ+খলন = পদস্খলন
নিঃ+কার = নিষ্কর
দুঃ+কার = দুষ্কর
পুরঃ+কার = পুরস্কার
নিঃ+ফল = নিষ্ফল
দুঃ+প্রাপ্য = দুষ্প্রাপ্য
মনঃ+কামনা = মনস্কামনা
বাচঃ+পতি = বাচস্পতি
নিঃ+পাপ = নিষ্পাপ
দুঃ+কৃতি = দুষ্কৃতি
তিরঃ+কার = তিরস্কার
বহিঃ+কৃত = বহিষ্কৃত
চতুঃ+কোণ = চতুষ্কোণ
ভাঃ+কর = ভাস্কর
বহিঃ+কার = বহিষ্কার
চতুঃ+পদ = চতুষ্পদ
আবিঃ+কার = আবিষ্কার
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।