বিসিএস -> প্রিলিমিনারি -> বাংলা ভাষা ও সাহিত্য -> সন্ধি

৩.নাসিক্য ধ্বনির পরে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি নিজ বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি বা নাসিক্য ধ্বনি হয়ে যায়।

অর্থাৎ, ঙ, ঞ, ণ, ন, ম- এদের পরে ক, চ, ট, ত, প থাকলে ক, চ, ট, ত, প যথাক্রমে গ, জ, ড, দ, ব অথবা ঙ, ঞ, ণ, ন, ম হয়ে যায়।

অর্থাৎ, বর্গের পঞ্চম/ শেষ ধ্বনির পরে বর্গের প্রথম ধ্বনি আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় বা পঞ্চম/ শেষ ধ্বনি হয়ে যায়।

ক+ন = গ/ঙ+ন

দিক+নির্ণয় = দিগনির্ণয়/ দিঙনির্ণয়

ক+ম = গ/ঙ+ম

বাক+ময় = বাঙময়

ত+ন = দ/ন+ন

জগৎ+নাথ = জগন্নাথ

উৎ+নয়ন = উন্নয়ন

উৎ+নীত = উন্নীত

ত+ম = দ/ন+ম

তৎ+মধ্যে = তদমধ্যে/ তন্মধ্যে

মৃৎ+ময় = মৃন্ময়

তৎ+ময় = তন্ময়

চিৎ+ময় = চিন্ময়

উল্লেখ্য, এক্ষেত্রে অধিকাংশ সময়েই ঘোষ অল্পপ্রাণ ধ্বনির চেয়ে নাসিক্য ধ্বনিই অধিক প্রচলিত।

৪. ‘ম’-এর পরে কোনো বর্গীয় ধ্বনি বা স্পর্শ ধ্বনি আসলে ‘ম’ তার পরের ধ্বনির নাসিক্য ধ্বনি হয়ে যায়।

অর্থাৎ, ‘ম’-এর পরে যে বর্গীয় ধ্বনি আসে, ‘ম’ সেই ধ্বনির বর্গের পঞ্চম ধ্বনি হয়ে যায়।

ম+ক = ঙ+ক

শম+কা = শঙ্কা

ম+ভ = ম+ভ

কিম+ভূত = কিম্ভূত

ম+চ = ঞ+চ

সম+চয় = সঞ্চয়

ম+ন = ন্ন

কিম+নর = কিন্নর

ম+ত = ন+ত

সম+তাপ = সন্তাপ

সম+ন্যাস = সন্ন্যাস

ম+দ = ন+দ

সম+দর্শন = সন্দর্শন

ম+ধ = ন্ধ

সম+ধান = সন্ধান

উল্লেখ্য, আধুনিক বাংলায় ‘ম’-এর পরে ক-বর্গীয় ধ্বনি থাকলে ক-বর্গের নাসিক্য/ পঞ্চম ধ্বনি ‘ঙ’-র বদলে ‘ং’ হয়। যেমন, ‘সম+গত’-এ ‘ম’ ও ‘গ (ক-বর্গীয় ধ্বনি)’ সন্ধি হয়ে ‘ম’, ‘ঙ’ না হয়ে ‘ং’ হয়ে ‘সংগত’। এরকম-

অহম+কার = অহংকার

সম+খ্যা = সংখ্যা

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline