
২. কোনো অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে ঘোষ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি তার নিজের বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
অর্থাৎ, ক, চ, ট, ত, প- এদের পরে গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা য, র, ব থাকলে প্রথম ধ্বনি (ক, চ, ট, ত, প) তার নিজের বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড, দ, ব) হয়ে যায়।
অর্থাৎ, বর্গের প্রথম ধ্বনিগুলোর কোনোটি থাকলে, এবং তার পরে বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনিগুলোর কোনোটি বা য, র, ব (এরা সবাই ঘোষ ধ্বনি) আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় ধ্বনি হয়।
যেমন-ক+দ = গ+দ
বাক+দান = বাগদান
বাক+দেবী = বাগ্দেবী
ক+ব = গ+ব
দিক+বিজয় = দিগ্বিজয়
ক+জ = গ+জ
বাক+জাল = বাগ্জাল
ট+য = ড+য
ষট+যন্ত্র = ষড়যন্ত্র
ত+গ = দ+গ
উৎ+গার = উদ্গার
উৎ+গিরণ =উদ্গিরণ
সৎ+গুরু = সদ্গুরু
ত+ঘ = দ+ঘ
উৎ+ঘাটন = উদ্ঘাটন
ত+ভ = দ+ভ
উৎ+ভব = উদ্ভব
ত+য = দ+য
উৎ+যোগ = উদ্যোগ
উৎ+যম = উদ্যম
ত+ব = দ+ব
উৎ+বন্ধন = উদ্বন্ধন
ত+র = দ+র
তৎ+রূপ = তদ্রূপ
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।