🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি কৃষিজ সম্পদ

  • বেকার যুবক সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সরকার  চালু করেছেন কর্মসংস্থান ব্যাংক।
  • দ্যা ওরিয়্যান্টাল ব্যাংকের পূর্ব নাম আল-বারাকা ইসলামী ব্যাংক লিমিটেড।
  • পূবালী ব্যাংকের পূর্ব নাম দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
  • বাংলাদেশের বিশেষায়িত ব্যাংকগুলোর নাম বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেড।
  • সোনালী ব্যাংকের পূর্ব নাম  ইউনাইটেড ব্যাংক লিমিটেড।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সোনালী ব্যাংকের প্রথম মহিলা উপব্যবস্থাপনা পরিচালক আনিসা হামেদ (প্রথম মহিলা এই পদে)।
  • ঢাকা স্টক এঙ্চেঞ্জ অন লাইন ট্রেডিং সিস্টেম চালু হয় কবে ১০ আগস্ট, ১৯৯৮ খ্রিস্টাব্দে।
  • ক্লিয়ারিং ও সেটেলমেন্ট পদ্ধতিকে প্রচলিত ভাষায়  বলে নোটিং পদ্ধতি।
  • প্রথম সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ১০ টাকার নোট মুদ্রণ শুরু হয়  ১৯৮৯ খ্রিস্টাব্দে।
  • বাংলাদেশে  দশমিক মুদ্রা চালু হয় ১৯৬১ খ্রিস্টাব্দে।
  • ৫০ ও ১০০ টাকার নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
  • বাংলাদেশে প্রচলিত সর্বোচ্চমানের ব্যাংক নোটটি ১০০০ টাকার।
  • বাংলাদেশে প্রচলিত নোটগুলোর মধ্যে  বাংলাদেশ ব্যাংক-এর নোট নয় ১ ও ২ টাকার নোট।
  • বাংলাদেশে ১ টাকার ধাতব মুদ্রা চালু হয়  ৯ মে, ১৯৯৩ খ্রিস্টাব্দ।
  • বাংলাদেশে  বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় ১৯৭২ খ্রিস্টাব্দে।
  • বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক।
  • বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে বিরাষ্ট্রীয়করণ আরম্ভ করা হয় ১৯৮৩ খ্রিস্টাব্দ থেকে।
  • বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার মোট আমানতের বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় ২৫ অংশ।
  • সর্বপ্রথম দেশী-বিদেশী যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত বেসরকারী ব্যাংক  আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
  • সর্বপ্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক উত্তরা ব্যাংক লিমিটেড।
  • বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
  • বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস  ১০টি। এগুলো ঢাকার সদরঘাট, খুলনা, রাজশাহী, বগুড়া, রংপুর, চট্টগাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ অবস্থিত।
  • নিকাশ ঘর’ হিসেবে  দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ ব্যাংক।

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


    পরের পাতাসমুহ >>
       
       

0 responses on "বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি কৃষিজ সম্পদ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved