১. অঙ্কবাচক সংখ্যা : কোন কিছুর সংখ্যা বা পরিমাণ অঙ্কে বা সংখ্যায় লিখলে তাকে বলে অঙ্কবাচক সংখ্যা। যেমন- ১ টাকা, ১০টি গরম্ন।
অর্থাৎ, অঙ্কবাচক সংখ্যা হলো- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ইত্যাদি।
২. পরিমাণ বা গণনাবাচক সংখ্যা : কোন কিছুর সংখ্যা বা পরিমাণ অঙ্কে না লিখে ভাষায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে। যেমন- এক টাকা, দশটি গরম্ন।
অর্থাৎ, পরিমাণ বা গণনাবাচক সংখ্যা হলো- এক, দই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বার, ইত্যাদি।
পূর্ণসংখ্যার গুণবাচক সংখ্যা : পূর্ণসংখ্যার গুণবাচক সংখ্যা নিচে দেখানো হলো-
এক গুণ = এক্কে। যেমন- সাতেক্কে সাত
দুই গুণ = দু গুণে। যেমন- পাঁচ দু গুণে দশ
তিন গুণ = তিরিক্কে। যেমন- তিন তিরিক্কে নয়
চার গুণ = চার বা চৌকা। যেমন- চার চারে বা চৌকা ষোল
পাঁচ গুণ = পাঁচা। যেমন-পাঁচ পাঁচা পঁচিশ
ছয় গুণ = ছয়ে। যেমন- চার ছয়ে চবিবশ
সাত গুণ = সাতা। যেমন- তিন সাতা একুশ
আট গুণ = আটা। যেমন- আট আটা চৌষট্টি
নয় গুণ = নং বা নয়। যেমন- সাত নং তেষট্টি
দশ গুণ = দশং বা দশ। যেমন-দশ দশং একশ’
বিশ গুণ = বিশং বা বিশ। যেমন- তিন বিশং ষাট
ত্রিশ গুণ = ত্রিশং বা ত্রিশ। যেমন- তিন ত্রিশং নববই
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।