পত্রের শিরোনাম বলে-প্রাপকের ঠিকানা।
বাংলা চিঠিপত্র রচনার ক্ষেত্রে ইংরেজী ভাষার প্রভাব বিদ্যমান
পত্র লেখার সময় বিশেষ গুরুত্ব দিতে হয় বক্তব্য বিষয়।
পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র দুই প্রকার-ব্যক্তিগত ও ব্যবহারিক।
স্পষ্ট ও পূর্ণ নাম-ঠিকানার অভাবে পত্র ডেড লেটার হয়।
খামের ওপর কোনো ডাকটিকিট না থাকলে পত্রটি হয়-বিয়ারিং পত্র।
বিয়ারিং লেটারের ডাকমাসুল দিতে হয়-পত্র প্রাপককে।
বিয়ারিং লেটারের মাসুল হয়-দ্বিগুণ।
জীবনবৃত্তান্ত উল্লেখ করতে হয়-চাকরির আবেদনপত্রে।
পত্র প্রাপকের নাম-ঠিকানা খামের লিখতে হয়-খামের ডানপাশে।
বিদেশে চিঠি পাঠাতে হলে খামের ওপর নাম-ঠিকানা লিখতে হয়-ইংরেজী ভাষায়।
খামের ওপর BY AIR MAIL লিখতে হয়-বিদেশে চিঠি পাঠাতে হলে।
লেনদেন, ক্রয়-বিক্রয় ইত্যাদি সংক্রান্ত পত্রকে বলে- ব্যবসাসংক্রান্ত পত্র।
বিদায় অনুষ্ঠান বা বরণ অনুষ্ঠানে যে পত্র পাঠ করে শ্রদ্ধা জানানো হয় বলে-মানপত্র।
সুলিখিত পত্র অনেক সময় মর্যাদা লাভ করে-সাহিত্যের।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।