বিসিএস – প্রিলিমিনারি – বাংলাদেশ বিষয়াবলি – প্রতিষ্ঠান ও সংস্থা
- ECNEC এর পূর্ণ অভিব্যাক্তি – Executive Committee of National Economic Council.
- বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ.
- বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাঊন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি হচ্ছেন -প্রধানমন্ত্রী.
- ECNEC -এর বিকল্প চেয়ারম্যান -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী.
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী অবস্থিত ময়মনসিংহ জেলায়.
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত ২০০১ সালে.
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে.
- ‘BARD’ বলতে বুঝায় (The acronym BARD stands for -)Bangladesh Academy for Rural Development.
- বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা- আখতার হামিদ খান (১৯৫৯ সালে)
- BARD- Bangladesh Academy for Rural development(বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী)
- BARD অবস্থিত- কোটবাড়ি, কুমিল্লা.
- বি. কে. এস. পি হলো -একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
- NIPORT জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
- ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছিল- বাংলা একাডেমী (১৯৫৫ সালে)
- বাংলা একাডেমীর মূল ভবনের নাম- বর্ধমান হাউস
- শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান – নায়েম
- বাংলাপিডিয়া প্রকাশ করে- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
- ‘আলোকিত মানুষ’ তৈরির কর্মসূচী- বিশ্ব সাহিত্য কেন্দ্রের
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।