বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি সংস্কৃতি
- বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা প্রথম ১০ চরন।
- আমার সোনার বাংলা কবিতাটিতে টি চরণ আছে ২৫টি।
- আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থের অর্ন্তগত গীতবিতান এর অর্ন্তগত।
- আমার সোনার বাংলা-র সুরকার কে রবীন্দ্রনাথ ঠাকুর।
- আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় পত্রিকায় বঙ্গদর্শন।
- আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় সালে ১৯০৫ সালে।
- বাংলাদেশের রণ সংগীত চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।
- বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে কাজী নজরুল ইসলাম।
- উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের চরণ প্রথম ২১ চরন।
- বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে- কাজী নজরুল ইসলাম।
- বাংলাদেশের রণ সংগীত চল্ চল্ চল্ কাব্যর অর্ন্তগত সন্ধ্যা কাব্য।
- রণ সঙ্গীত বাংলা সালে প্রথম প্রকাশিত হয় ১৩৩৫ সালে।
- রণ সঙ্গীত পত্রিকায় প্রকাশিত হয় শিখায় ।
- বাংলাদেশের ক্রীড়া সংগীত সেলিমা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি।
- বাংলা সন চালু করেন-সম্রাট আকবর, ১৫৫৬ ইং সন।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের
…. তে ক্লিক কর।