বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি বিখ্যাত ব্যক্তি

ড. মুহম্মদ শহীদুল্লাহঃ

জন্ম : ১০ জুলাই , ১৮৮৫ (পেয়ারা গ্রাম, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত)

মৃত্যু : ১৩ জুলাই, ১৯৬৯ (ঢাকা, বাংলাদেশ)

এন্ট্রান্স পাশের সময় থেকেই মুহম্মদ শহীদুল্লাহ বিভিন্ন ভাষার প্রতি অতি উৎসাহী ও আগ্রহী হয়ে উঠেন এবং একাধিক ভাষা শিক্ষা শুরু করেন। ১৯১৫ থেকে ১৯১৯ সাল পর্যন্ত চব্বিশ পরগণার বশিরহাটে আইন ব্যবসা করেন। ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত ড. দীনেশ চন্দ্র সেনের

সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ে ১৯২২ থেকে ১৯২৪ সালে পর্যন্ত আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ

করেন। ফ্রান্সের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে পি.এইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৩৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিডার হিসেবে নিযুক্ত হন। সেখান থেকে ১৯৪৪ সালে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি বগুড়া আযিযুল হক কলেজে

প্রিন্সিপাল হিসেবে যোগ দেন। ১৯৫৩ – ১৯৫৫ সালে তিনি পুণরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করেন। ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগে যোগদান করে ১৯৫৮সালে

অবসর গ্রহণ করেন।

মুহম্মদ কুদরাত ই খুদাঃ

জন্ম : ১লা ডিসেম্বর, ১৯০০ (মাড়গ্রাম, বীরভূম, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত)

মৃত্যু : নভেম্বর ৩, ১৯৭৭ (৭৬ বছর)(ঢাকা, বাংলাদেশ)

পরিচিতির কারণ : রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ

উল্লেখযোগ্য পুরস্কার : একুশে পদক (১৯৮৪), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৭৬), তমঘা-ই-পাকিস্তান, সিতারা-ই-ইমতিয়াজ

অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসঃ

জন্ম : ২৮ জুন ১৯৪০ (বয়স ৭৪)চট্টগ্রাম, বাংলাদেশ।

কাজের ক্ষেত্র : ক্ষুদ্রঋণ, কল্যাণমূলক অর্থনীতি, নীতিবিদ্যা ।

শিক্ষায়তন : ঢাকা বিশ্ববিদ্যালয়, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি ।

অবদান : গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্রঋণ ।

পুরস্কার : স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৮৭),বিশ্ব খাদ্য পুরস্কার (১৯৯৪),নোবেল শান্তি পুরস্কার (২০০৬), প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯)

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline