হোসেন শহীদ সোহরাওয়ার্দীঃ
জন্ম : সেপ্টেম্বর ৮, ১৮৯২ (পশ্চিম্পুরের মেদেনীপুরে জন্মগ্রহন করেন)
মৃত্যু : ডিসেম্বর ৫, ১৯৬৩ (লেবাননের রাজধানী বৈরুতে)
রাজনৈতিক আন্দোলন : ভারতের স্বাধীনতা আন্দোলন, পাকিস্তান আন্দোলন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীঃ
জন্মঃ ডিসেম্বর ১২, ১৮৮০ (ধানগড়া, সিরাজগঞ্জ, বাংলাদেশ)
মৃত্যুঃ নভেম্বর ১৭, (টাঙ্গাইলের সন্তোষে তাকে দাফন করা হয়)
রাজনৈতিক আন্দোলন : খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ফারাক্কা লংমার্চ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানঃ
জন্ম : জানুয়ারি ১৯, ১৯৩৬(বাগবাড়ী, বগুড়া জেলা, বঙ্গ, ব্রিটিশ ভারত )
মৃত্যু : মে ৩০, ১৯৮১ (৪৫ বছর)চট্টগ্রাম, বাংলাদেশ।
১৯৫৩ সালে তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন। সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ প্যারাট্রুপার ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং
স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৬৯ সালে তিনি মেজর পদে উন্নীত হয়ে জয়দেবপুরে সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড পদের দায়িত্ব লাভ করেন। এডভান্সড মিলিটারি এন্ড কমান্ড ট্রেনিং কোর্সে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি
পশ্চিম জার্মানিতে যান[৫] এবং কয়েক মাস বৃটিশ আর্মির সাথেও কাজ করেন[৩] । ১৯৭০ সালে একজন মেজর হিসেবে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড-ইন-কমান্ড পদের দায়িত্ব লাভ করেন।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।